1. live@www.dainikonlinetalaashporbo21.com : news online : news online
  2. info@www.dainikonlinetalaashporbo21.com : দৈনিক অনলাইন তালাশ পর্ব ২১ :
শুক্রবার, ১৬ জানুয়ারী ২০২৬, ০২:৫১ অপরাহ্ন
সর্বশেষ :
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত যৌথবাহিনীর অভিযানে বিপুল পরিমাণ অস্ত্র,মাদক ও নগদ অর্থ সহ নরসিংদীর শিবপুরে সাত জনকে গ্রেফতার উখিয়ায় বেশি দামে গ্যাস বিক্রি: দুই প্রতিষ্ঠানকে ২৫ হাজার টাকা জরিমানা রাত্রিকালে অভিযানে মোবাইল চোর চক্রের সদস্য গ্রেফতার, মোবাইল উদ্ধার বরিশাল জেলা জিয়া সাংস্কৃতিক সংগঠন জিসাসের উদ্যোগে বিজয়নগর থানা পুলিশের অভিযানে ১০ কেজি গাঁজা উদ্ধার, ১ মাদক কারবারী গ্রেফতার। 🔴 নিখোঁজ সংবাদ / সাহায্যের আবেদন 🔴 লামায় দেশীয় আগ্নেয়াস্ত্রসহ ৫ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার তানোরে আনসার প্লাটুন কমান্ডার এর নিজস্ব অর্থায়নে অসহায় প্রতিবন্ধীদের মাঋে শীতবস্ত্র বিতরণ উখিয়ায় ৮ এপিবিএনের অভিযানে ৯০০ পিস ইয়াবাসহ রোহিঙ্গা যুবক আটক

থানচিতে পর্যটকদের যাতায়াত বন্ধ থাকায় বেকার শত শত তরুণ যুবক ভিন্ন পথে পা বাড়ানোর আশঙ্কা

মোঃ শহিদুল ইসলাম শহীদঃ
  • প্রকাশিত: শুক্রবার, ৩১ জানুয়ারি, ২০২৫
  • ২৮৯ বার পড়া হয়েছে

মোঃ শহিদুল ইসলাম শহীদঃ

কয়েক বছর ধরে বান্দরবানের কয়েকটি উপজেলাতে পর্যটকদের ভ্রমণে নিষেধ রয়েছে নিরাপত্তা জনিত কারণে,তার একটি সুন্দরের লীলাভূমি নামে খ্যাত থানচি।মনোরম সুন্দরের আকৃষ্ট হয়ে প্রতি বছর দেশের নানা প্রান্ত হতে ছুটে আসে হাজার হাজার ভ্রমণ পিপাসুরা।

গত কয়েক বছর ধরে সশস্ত্র সংগঠন কুকিচীন ন্যাশনাল ফ্রন্ট (কেএনএফ)কেএনএ) এর ব্যাংক ডাকাতির ঘটনা এবং সেনাবাহিনীর যৌথ অভিযানের ফলে পর্যটকদের নিরাপত্তার স্বার্থে উপজেলার বিভিন্ন পর্যটন স্পটগুলোতে ভ্রমণে নিষেধ রয়েছে।

দীর্ঘ সময় ধরে পর্যটকদের ভ্রমণ চালু না হওয়ার ফলে পর্যটন সংশ্লিষ্ট বোর্ড চালক গাইড তেল বিক্রেতা হোটেল মোটেল ব্যবসায়ী স্থানীয় পাহাড়ে পণ্য কুটির শিল্প বাস বেত আসবাবপত্র ফসল ফলাদি ইত্যাদি বিক্রয়ের সাথে জড়িত শত শত কিশোর যুবক যুবতী দীর্ঘদিন ধরে বেকার হয়ে পড়েছে যার কারণে পারিবারিক অভাব অন্টন দেখা দিয়েছে, উপরোক্ত পেশার সাথে সংশ্লিষ্ট সকলের।

এ বিষয়ে জানতে চাইলে ফোনে বোট চালক কোসাই মারমা যা বলেন,সাংগু নদিতে বোট পদুইশত অধিক রয়েছে সেই হিসেবে প্রতি বোটে ড্রাইভার হেল্পার দুইজন মোট ৪০০এর অধিক এই পেশার সাথে জড়িত, কুকিচীন সমস্যা হওয়ার পর থেকে পর্যটকদের আসা-যাওয়া বন্ধ থাকায় সবাই বেকার বুট চলাচল নাই বললেই চলে। সরজমিনে গিয়ে কথা হয় পদ্মগিরি হোটেল এন্ড রেস্টুরেন্টের মালিকের সাথে তার দোকান বন্ধ থাকার কারণ জানতে চাইলে তিনি বলেন ভাই আর কতদিন লস দিয়ে দোকান খোলা রাখবো এভাবে মাসের পর মাস পর্যটকদের আনাগোনা বন্ধ থাকলে আর কয়দিন পর ভিক্ষা করা ছাড়া উপায় হবে না বলে মনে হয়।

তাহ্ জিংডং আবাসিক হোটেল ব্যবসায়ী মহম্মদ আসলাম বলেন হোটেল কর্মচারী বেতন কারেন্ট বিল দৈন্য দিন খরচ প্রতিমাসে লসের খাতায় নাম তুলতে হচ্ছে এভাবে চলতে থাকলে হোটেল বিক্রি করে দিতে হবে কথা হয় মোটরসাইকেল চালক সাথে তিনি বলেন চল্লিশটির মত ভাড়ায় মোটরসাইকেল চালক রয়েছেন আগের মতো ভাড়া এখন আর নাই।

পর্যটকদের উপর নির্ভরশীল থানচি তমা তুঙ্গী লিক্রী সড়ক রেমাক্রি আলীকদম বান্দরবান এই উপজেলায় প্রায় একশটির মতো মাহিন্দ্রা ভিসেভেন্টি রয়েছে তাদেরই একই অবস্থা, সরজমিনে গিয়ে কথা হয় সড়কের দাঁড়িয়ে থাকা যাত্রী আশায় চালক মানিকের সাথে তিনি বলেন ভাই কি বলবো আগের চাইতে বাড়া অর্ধেকই নেমে এসেছে যেখানে ভাড়ার জন্য কোন টেনশন করতে হতো না সেখানে এখন যাত্রীর আশায় সড়কের দাঁড়িয়ে থাকতে হয়।

এ বিষয়ে জানতে জানতে চাইলে বর্ডার গার্ড বাংলাদেশ ৩৮ বিজিবি বলিপাড়া জোন কমান্ডার তৈমুর হাসান খান পিএসসি এসি বলেন পর্যটক সংসদের বেকার সমস্যা সমাধানের কথা চিন্তা করে জেলা উপজেলা প্রশাসন সহ বিভিন্ন পর্যায়ে এ বিষয়ে গুরুত্ব সহকারে আলোচনা হয়েছে অতি শীঘ্রই নির্দিষ্ট এলাকায় চলাফেরা বিষয়ে পদক্ষেপ নেওয়া হবে।

এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা ভারপ্রাপ্ত রাকিব হাসান চৌধুরীর মোবাইল ফোনে যোগাযোগ করে সংযোগ না পাওয়ায় মন্তব্য নেওয়া সম্ভব হয়নি।

উল্লেখ্য যে দীর্ঘ সময় ধরে পর্যটক যাতায়াত বন্ধ ও পর্যটন সংশ্লিষ্ট বিশেষ করে গাইডদের কর্মহীনতার ফলে, বিভিন্ন অসামাজিক কার্যকলাপ বিপদে পড়ে চালিত হওয়ার সম্ভাবনা রয়েছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

উখিয়ায় ৮ এপিবিএনের অভিযানে ৯০০ পিস ইয়াবাসহ রোহিঙ্গা যুবক আটক জাহাঙ্গীর আলম-উখিয়া কক্সবাজারের উখিয়া উপজেলার কোর্টবাজার এলাকায় অভিযান চালিয়ে ৯০০ পিস ইয়াবা সদৃশ ট্যাবলেটসহ এক রোহিঙ্গা যুবককে আটক করেছে ৮ আর্মড পুলিশ ব্যাটালিয়ন (৮ এপিবিএন)। রোববার (১১ জানুয়ারি ২০২৬) দুপুর আনুমানিক ১টা ৫৫ মিনিটে টেকনাফ–কক্সবাজার মহাসড়কের কোর্টবাজার আলিমুড়া এলাকায় অবস্থিত ৮ এপিবিএনের অস্থায়ী কার্যালয়ের সামনে স্থাপিত চেকপোস্টে এ অভিযান পরিচালনা করা হয়। ৮ এপিবিএন সূত্র জানায়, এসআই (নি:) মোঃ নুর নবীর নেতৃত্বে সঙ্গীয় অফিসার ও ফোর্স নিয়মিত চেকপোস্ট কার্যক্রম পরিচালনার সময় সন্দেহজনক চলাফেরার কারণে এক রোহিঙ্গা যুবককে আটক করা হয়। পরে আশপাশ থেকে আগত সাক্ষীদের উপস্থিতিতে তাকে তল্লাশি করা হলে তার হাতে থাকা একটি শপিং ব্যাগের ভেতরে কালো রঙের পলিথিন থেকে ১৮টি লকযুক্ত এয়ারটাইট সাদা পলি প্যাকেট উদ্ধার করা হয়। এসব প্যাকেটের ভেতর থেকে মোট ৯০০ পিস অ্যামফিটামিন জাতীয় ইয়াবা সদৃশ ট্যাবলেট পাওয়া যায়। আটক যুবকের নাম মোঃ আবদুল্লাহ প্রঃ মোঃ ওসমান (১৯)। তিনি বালুখালী-১ রোহিঙ্গা ক্যাম্পের ৯ নম্বর ক্যাম্পের ডি/১ ব্লকের বাসিন্দা। তার এফসিএন নম্বর ১১০১৫৬। তার পিতার নাম মৃত ইলিয়াস এবং মাতার নাম হালিমা খাতুন বেগম। উদ্ধারকৃত ইয়াবা সদৃশ ট্যাবলেটগুলো বিধি মোতাবেক জব্দ করা হয়েছে। পরবর্তীতে আটক আসামি ও জব্দকৃত আলামত প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য উখিয়া থানায় হস্তান্তর প্রক্রিয়াধীন রয়েছে। এ বিষয়ে ৮ এপিবিএনের পক্ষ থেকে জানানো হয়, মাদক পাচার রোধে নিয়মিত অভিযান অব্যাহত থাকবে এবং আইন-শৃঙ্খলা পরিস্থিতি বর্তমানে স্বাভাবিক রয়েছে।

উখিয়ায় ৮ এপিবিএনের অভিযানে ৯০০ পিস ইয়াবাসহ রোহিঙ্গা যুবক আটক জাহাঙ্গীর আলম-উখিয়া কক্সবাজারের উখিয়া উপজেলার কোর্টবাজার এলাকায় অভিযান চালিয়ে ৯০০ পিস ইয়াবা সদৃশ ট্যাবলেটসহ এক রোহিঙ্গা যুবককে আটক করেছে ৮ আর্মড পুলিশ ব্যাটালিয়ন (৮ এপিবিএন)। রোববার (১১ জানুয়ারি ২০২৬) দুপুর আনুমানিক ১টা ৫৫ মিনিটে টেকনাফ–কক্সবাজার মহাসড়কের কোর্টবাজার আলিমুড়া এলাকায় অবস্থিত ৮ এপিবিএনের অস্থায়ী কার্যালয়ের সামনে স্থাপিত চেকপোস্টে এ অভিযান পরিচালনা করা হয়। ৮ এপিবিএন সূত্র জানায়, এসআই (নি:) মোঃ নুর নবীর নেতৃত্বে সঙ্গীয় অফিসার ও ফোর্স নিয়মিত চেকপোস্ট কার্যক্রম পরিচালনার সময় সন্দেহজনক চলাফেরার কারণে এক রোহিঙ্গা যুবককে আটক করা হয়। পরে আশপাশ থেকে আগত সাক্ষীদের উপস্থিতিতে তাকে তল্লাশি করা হলে তার হাতে থাকা একটি শপিং ব্যাগের ভেতরে কালো রঙের পলিথিন থেকে ১৮টি লকযুক্ত এয়ারটাইট সাদা পলি প্যাকেট উদ্ধার করা হয়। এসব প্যাকেটের ভেতর থেকে মোট ৯০০ পিস অ্যামফিটামিন জাতীয় ইয়াবা সদৃশ ট্যাবলেট পাওয়া যায়। আটক যুবকের নাম মোঃ আবদুল্লাহ প্রঃ মোঃ ওসমান (১৯)। তিনি বালুখালী-১ রোহিঙ্গা ক্যাম্পের ৯ নম্বর ক্যাম্পের ডি/১ ব্লকের বাসিন্দা। তার এফসিএন নম্বর ১১০১৫৬। তার পিতার নাম মৃত ইলিয়াস এবং মাতার নাম হালিমা খাতুন বেগম। উদ্ধারকৃত ইয়াবা সদৃশ ট্যাবলেটগুলো বিধি মোতাবেক জব্দ করা হয়েছে। পরবর্তীতে আটক আসামি ও জব্দকৃত আলামত প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য উখিয়া থানায় হস্তান্তর প্রক্রিয়াধীন রয়েছে। এ বিষয়ে ৮ এপিবিএনের পক্ষ থেকে জানানো হয়, মাদক পাচার রোধে নিয়মিত অভিযান অব্যাহত থাকবে এবং আইন-শৃঙ্খলা পরিস্থিতি বর্তমানে স্বাভাবিক রয়েছে।

© www.dainikonlinetalaashporbo21.com