মোঃমোরশেদ আলম চৌধুরী ভ্রাম্যমান প্রতিনিধি
বান্দরবান জেলার লামা উপজেলার ফাইতং ইউনিয়নে বিএনপির বিশাল সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। ৩১ জানুয়ারি /২৫ ইং শুক্রবার বিকাল ৩ ঘটিকায় ঐতিহ্যবাহী ফাইতং জুনিয়র উচ্চ বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে উক্ত জনসমাবেেশের আয়োজন করা হয়।
মোঃ লিটন এর সঞ্চালনায় ইমান উদ্দিনের সভাপতিত্বে উক্ত জনসমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- বান্দরবান ৩০০ নং আসনের সাবেক এমপি, কেন্দ্রীয় কার্য নির্বাহী কমিটির সদস্য, বান্দরবানের রাজপুত্র বাবু সাচিং প্রূ জেরি।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি অধ্যাপক ওসমান গণি, জেলা বিএনপির সিনিয়র সহ -সভাপতি আল হাজ্ব নাজেমুল ইসলাম চৌধুরী, মজিবুর রহমান, জেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক- আবু তাহের, জেলা মহিলা দলের সভানেত্রী কাজি নিরুতাজ বেগম, জেলা যুবদলের সাধারণ সম্পাদক- আরিফুল ইসলাম, জেলা ছাত্রদলের সাবেক সভাপতি জাহাঙ্গীর আলম, জেলা কৃষকদলের সাংগঠনিক সম্পাদক- অহিদুর রহমান চৌধুরী মেহেদী, জেলা সেচ্ছাসেবক দলের যুগ্ন আহ্বায়ক তৌহিদুল ইসলাম রিয়াদ, উপজেলা বিএনপির নেত্রীবৃন্দ, আমির হোসেন আমু, বাবু থোয়াইনু অং মার্মাসহ জেলা, উপজেলা,ইউনিয়ন বিএনপির ও অঙ্গ সংগঠনের নেত্রীবৃন্দ।
স্বাগত বক্তব্য রাখেন- ফাইতং ইউনিয়নের সাবেক ছাত্র নেতা আলী হায়দার মানিক।
প্রধান অতিথি বলেন- আমি ফাইতং বাসীর কাছে কৃতজ্ঞ,সকলের উপস্থিতি আমাকে মুগ্ধ করেছে। কাঁদা ছুড়াছুড়ি করবেন না। দেশ নায়ক তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়নে আমাদের কাজ করতে হবে।