মোঃ নাসির উদ্দিন সটাফ রিপোর্টার রাজশাহীঃ
শিয়ালের কামড়ে শিশু ও নারীসহ ৯জন আহত হবার পর আতঙ্কে ঘর থেকে বের হতে পারছিলেন না রাজশাহীর দুর্গাপুর উপজেলার জয়নগর ইউনিয়নের কয়েকটি গ্রামের বাসিন্দারা। ভয় কাটিয়ে অবশেষে এবার শিয়ালকেই পিটিয়ে হত্যা করেছে গ্রামবাসীরা।
উপজেলায় জয়নগর ইউনিয়নের সুখানদিঘী এলাকায় বুধবার সকালে এ ঘটনা ঘটেছে।
স্থানীয়রা জানান, বুধবার সকালের দিকে শিয়ালটি ঝোপ থেকে বের হয়ে রাস্তার পথচারীদের আক্রমণ শুরু করে। শিয়ালের কামড়ে স্থানীয় তমিজ উদ্দিন (৬৫) আহত হন। পরে তাকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
স্থানীয় বাসিন্দা চমক মাহমুদ বলেন, আমাদের এলাকায় কয়েকদিন থেকে শিয়ালের আতঙ্ক বিরাজ করছে। গতকাল সকালে একজনকে কামড় দিয়ে যখম করেছে। এতে শিশু থেকে শুরু করে গ্রামের বাসিন্দারা আতঙ্কিত হয়ে পড়েন। একপর্যায়ে এলাকাবাসী ক্ষুব্ধ হয়ে শিয়ালটিকে পিটিয়ে হত্যা করেছে।
এর আগে গত দু'দিনে দুর্গাপুরের জয়নগর ইউনিয়নের শিশু ও নারীসহ মোট ৯জনকে পাগলা শিয়ালের কামড়ে আহত হবার খবর পাওয়া গেছে।
আহতরা হলেন, পারিলা গ্রামের শ্যামলী বেগম (৪৮), আনুলিয়া গ্রামের আবু বাশার (৯), সুখানদিঘী গ্রামের জাহিদুল ইসলাম (৩৫), তমিজ উদ্দিন (৬৫), করিচা বেগম (৪২), ব্রহ্মপুর গ্রামের জনাব আলী (৬৫), দাওকান্দি গ্রামের মোবারক আলী (৫২), মোজ্জাফর হোসেন (৭০) ও মাজেদা বেগম (৫০)।
আহতদের মধ্যে কয়েকজন এখনো রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। এছাড়া কয়েকজন চিকিৎসা নিয়ে বাসায় গেছেন।
খাবার ও বাসস্থান সংকটের কারনে লোকালয়ে এসে শিয়াল গ্রামবাসীদের কামড় দিচ্ছে এমন ধারণা করছেন জনসাধারনরা।
এদিকে, শিয়ালে কামড়ে আহতদের ক্ষতস্থানে প্রাথমিকভাবে সাবান ও পানি দিয়ে ভালোভাবে ধুয়ে ভ্যাকসিন প্রয়োগের পরামর্শ দিয়েছেন দুর্গাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা (টিএইচও) ডা. রুহুল আমীন।