ক্রাইম রিপোর্টার রাসেল আহমেদ
র্যাব-১৩ এর অভিযানে ১১.৮৭ গ্রাম হেরোইনসহ ০১ মাদক ব্যবসায়ী গ্রেফতার।র্যাবের চলমান এই মাদক বিরোধী অভিযানের ধারাবাহিকতায় ইং ০৫/০২/২০২৫ তারিখ রাত ২০.৩০ ঘটিকার সময় সিপিসি-২, নীলফামারী র্যাব-১৩, রংপুর এর একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে নীলফামারী জেলার ডোমার থানাধীন ডোমার পৌরসভার ৪নং ওয়ার্ডস্থ ছোট রাউতা মধ্যপাড়া ( কাজীপাড়া ) গ্রামস্থ মোছাঃ রুপা বেগম সহিদা এর বসতবাড়ীতে অভিযান পরিচালনা করে গ্রেফতারকৃত আসামীর দেহ তল্লাশী করে পলিথিনের মধ্যে রক্ষিত ১১.৮৭ গ্রাম কথিত হেরোইন (নেশাজাতীয় মাদক), মাদক উদ্ধার করতঃ আসামী মোছাঃ রুপা বেগম সহিদা (৪১), স্বামী- মৃত মিজানুর রহমান, পিতা- মৃত আ. জব্বার, সাং-ছোট রাউতা মধ্যপাড়া (কাজীপাড়া), থানা- ডোমার, জেলা-নীলফামারীকে গ্রেফতার করতে সক্ষম হন।
পরবর্তী কার্যক্রমের জন্য নীলফামারী জেলার ডোমার থানায় হস্তান্তর করা হয়েছে।