1. live@www.dainikonlinetalaashporbo21.com : news online : news online
  2. info@www.dainikonlinetalaashporbo21.com : দৈনিক অনলাইন তালাশ পর্ব ২১ :
রবিবার, ২৫ মে ২০২৫, ০৯:২০ অপরাহ্ন
সর্বশেষ :
চন্দনাইশ পৌরসভা ৮নং ওয়ার্ড সাধারণ সম্পাদকের বড় ভাইয়ের সহধর্মিণী ও গনতান্ত্রিক ছাত্রদল ৮নং সাধারণ সম্পাদকের মমতাময়ী আম্মার মৃত্যুতে শোক প্রকাশ  বান্দরবানে মারাইংতং এ বৌদ্ধ জাদীর মূর্তি ভাংচুর লামায় পুলিশের অভিযানে আগ্নেয়াস্ত্র, ডাকাতির সরঞ্জাম, নগদ টাকা উদ্ধার ও মাস্টারমাইন্ড করিম গ্রেফতার ঝগড়ার জেরে ঘুমন্ত বড় ভাইকে ছোট ভাই স্ত্রী সহ মিলে খুন  কালীগঞ্জ সদর ইউনিয়ন এর সাবেক চেয়ারম্যান আজাদ ফারুক উদ্দিন আহমেদের জানাজার নামাজে হাজার হাজার মুসল্লীর ঢল থানচিতে ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেফতার  কলেজছাত্র সাব্বির হত্যার খুনিদের গ্রেফতারে ৭২ ঘণ্টার আল্টিমেটাম, থানার সামনে এলাকাবাসীর বিক্ষোভ শেখ হাসিনার ঘনিষ্ট সহচর প্রমাণ হওয়ার পরও বহাল তবিয়তেই আছেন এনআরবি ইসলামী লাইফের চেয়ারম্যান কিবরিয়া ও তার স্ত্রী হোসনে আরা  বান্দারবানে গোপন সংবাদের ভিত্তিতে পুলিশের অভিযানে 8 রোহিঙ্গাকে গ্রেফতার সমুদ্র সৈকতে ফায়ার সার্ভিস সদস্যদের প্রশিক্ষণ দিলো আমেরিকান সেনা ও বিমানবাহিনী

বান্দরবান জেলা আইনজীবী সমিতির ২০২৫ মেয়াদের কার্যনির্বাহী কমিটির নির্বাচন অনুষ্ঠিত 

মোঃ মোরশেদ আলম চৌধুরী 
  • প্রকাশিত: শনিবার, ৮ ফেব্রুয়ারি, ২০২৫
  • ৮০ বার পড়া হয়েছে

মোঃ মোরশেদ আলম চৌধুরী

বান্দরবান আইনজীবী সমিতির সভাপতি কালাম, সম্পাদক আবু তালেব, অর্থ সম্পাদক বিপ্লব

বান্দরবান জেলা আইনজীবী সমিতির ২০২৫ মেয়াদের কার্যনির্বাহী কমিটির নির্বাচনে সভাপতি পদে দুই প্রার্থী সম পরিমাণ ৫৮ ভোট পেয়েছেন। সমিতির গঠনতন্ত্র অনুযায়ী প্রথম ৬ মাস দায়িত্ব পালন করবেন এ্যাডভোকেট মুহাম্মদ আবুল কালাম এবং পরের ৬ মাস দায়িত্ব পালন করবেন ইলিয়াছুর রহমান।

বৃহস্পতিবার সকাল থেকে বান্দরবান জেলা আইনজীবী সমিতির ভোটগ্রহণ চলে। নির্বাচনে মোট ১২৩ জন ভোটারের মধ্যে ১১৬জন ভোটাধিকার প্রয়োগ করেছেন। গোপন ব্যালেটের ভোটে সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন এ্যাডভোকেট মোহাম্মদ আবু তালেব, তিনি পেয়েছেন ৬৪ভোট। তার নিকটতম প্রতিদ্বন্ধী মো: মোর্শেদুল ইসলাম পেয়েছেন ৫১ভোট। সহ-সাধারণ সম্পাদক পদে উম্যাসিং মার্মা ৬৩ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্ধী কাজী মো: সালাউদ্দিন কাদের প্রিন্স পেয়েছেন ৫২ ভোট।

অর্থ সম্পাদক মো: আমিন উল্লাহ বিপ্লব ৬০ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্ধী দীপঙ্কর দাশ গুপ্ত পেয়েছেন ৫৪ ভোট। এবং সদস্য পদে আবিরুল আমিন আদনান (১০৮), জিয়াউল হক (৮৬) ও মোহাম্মদ হেলাল উদ্দিন (৯০) পেয়ে নির্বাচিত হন। এছাড়া সহসভাপতি (লামা) থেকে মোহাম্মদ ইব্রাহিম ও মো: মামুন মিয়া সমান ৫৭ ভোট পয়েছেন। ক্রিড়া ও সাংস্কৃতি সম্পাদক পদে নুখ্যাই মং মার্মা (৭৯) পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্ধী আবুল কাসেম পেয়েছেন ৩৪ভোট।

নির্বাচনী কর্মকর্তা এডভোকেট জয়নাল আবেদীন ভুঁইয়া বৃহস্পতিবার রাতে আনুষ্ঠানিক ভাবে ফলাফল ঘোষনা করে জানান, মোট ১৩টি পদের মধ্যে বিনা প্রতিদ্বন্ধিতায় নির্বাচিত হয়েছেন সহসভাপতি সাদেকুল মাওলা, পাঠাগার সম্পাদক পদে একরামুদ্দিন, আইটি সম্পাদক পদে মেনুসাং মার্মা, সদস্য (লামা সংরক্ষিত) পদে শওকত ওসমান। সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে নির্বাচন সম্পন্ন করায় আইনজীবী সমিতির সকল সদস্যদের প্রতি কৃতজ্ঞতা জানান তিনি

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© www.dainikonlinetalaashporbo21.com