1. live@www.dainikonlinetalaashporbo21.com : news online : news online
  2. info@www.dainikonlinetalaashporbo21.com : দৈনিক অনলাইন তালাশ পর্ব ২১ :
বৃহস্পতিবার, ১০ জুলাই ২০২৫, ১২:৪৩ পূর্বাহ্ন
সর্বশেষ :
নিখোঁজ বিজ্ঞপ্তি নাম: সিদ্ধার্থ শংকর সূত্রধর (৩৭) কালীগঞ্জ থানা প্রেস ক্লাবের আয়োজনে কালীগঞ্জের কর্তব্যরত সাংবাদিকদের নিয়ে মৌসুমি ফল উৎসব এবং নৌ-ভ্রমন অনুষ্ঠিত হাফেজ ক্বারী সৈয়্যদ মুহাম্মদ তৈয়্যব শাহ (রহঃ) ওরশ ও শোহাদায়ে কারবালা স্মরণে মিলাদ মাহফিল এনসিপি’র পটুয়াখালী জেলা সমন্বয় কমিটি ঘোষণা সাদা মনের মানুষ পতেঙ্গার নাছির উদ্দিন বাড়িওয়ালার অন্যায় অভিযোগের ভিত্তিতে হাসপাতাল বন্ধ করে দিল চট্টগ্রাম’র সিভিল সার্জন নারায়ণগঞ্জে পারিবারিক কলহে স্ত্রীকে হত্যার পর স্বামীর আত্মসমর্পণ বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদের ৬১ সদস্যের আংশিক কমিটি ঘোষণা নেত্রকোনায় বাংলাদেশী মেয়ের সাথে ভারতীয় ছেলের বিয়ে সম্পন্ন বাংলাদেশী মেয়ের সাথে ভারতীয় ছেলের বিয়ে সম্পন্ন

সীতাকুণ্ডের ছোটদারোগারহাটে ফ্যাসিস্ট আ’লীগ নেতার (কুটুমবাড়ী)কমিউনিটি সেন্টারে আগুন

সুব্রত বাবু সিক্রেট রিপোর্টার 
  • প্রকাশিত: রবিবার, ৯ ফেব্রুয়ারি, ২০২৫
  • ৭১ বার পড়া হয়েছে

সুব্রত বাবু সিক্রেট রিপোর্টার

চট্টগ্রামের সীতাকুণ্ডে কুটুমবাড়ি কনভেনশন সেন্টার নামে এক কমিউনিটি সেন্টারে আগুনের ঘটনা ঘটেছে।

শুক্রবার (৭ ফেব্রুয়ারি) সন্ধ্যার দিকে উপজেলার বারৈয়াঢালা ইউনিয়নের ছোট দারোগাহাট বাজারে এ ঘটনা ঘটে। তবে আগুনের উৎস সম্পর্কে কেউ কিছু বলতে পারছে না।

খোঁজ নিয়ে জানা গেছে, কমিউনিটি সেন্টারটির মালিক উপজেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ও বারৈয়ারঢালা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রেহান উদ্দিন। তবে তিনি গত ৫ আগস্টের পর থেকে এলাকায় থাকেন না।

সীতাকুণ্ড ফায়ার সার্ভিস স্টেশনের লিডার মচিন্দ্র লাল ত্রিপুরা জানান, আগুন লাগার খবর পেয়ে দ্রুত আমাদের একটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে কাজ শুরু করে।প্রায় আধা ঘণ্টা পর নিয়ন্ত্রণে আনতে সক্ষম হই। এসময় ওই কমিউনিটি সেন্টারের ভেতরে থাকা বেশ কিছু চেয়ার পুড়ে যায়।

কমিউনিটি সেন্টারটির মালিক রেহান উদ্দিন বলেন, ৫ আগস্টের পর স্থানীয় কিছু ব্যক্তি তার কমিউনিটি সেন্টারটি দখলের চেষ্টা করেন।

এ কারণে বেশ কিছুদিন কমিউনিটি সেন্টারটি বন্ধ রাখা হয়। গত জানুয়ারি মাসে সেটি খুলে দেওয়ার পর চার থেকে পাঁচটি অনুষ্ঠান হয়েছে।

রেহান উদ্দিন আরও বলেন, পরিকল্পিতভাবে তার কমিউনিটি সেন্টারে নাশকতা চালানো হয়েছে।দেওয়াল টপকে কিছু লোক ভেতরে ঢুকে কমিউনিটি সেন্টারটিতে আগুন লাগায়।

এরপর ফায়ার সার্ভিস আগুন নিয়ন্ত্রণে আনে। আগুনে বেশ কিছু চেয়ার-টেবিল এবং ভবনের সিলিং পুড়ে গেছে। প্রায় ১০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করেন তিনি।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© www.dainikonlinetalaashporbo21.com