ক্রাইম রিপোর্টার রাসেল আহমেদ
বাংলাদেশ ব্যাংকের অর্থায়নে কৃষকদের মাঝে আত্মবিশ্বাস ও আর্থিক সক্ষমতা বৃদ্ধিতে সাহায্য করার লক্ষ্যে “কৃষক হাসলে হাসবে দেশ, সমৃদ্ধ বাংলাদেশ” “বছরব্যাপী সবজি চাষে খাদ্য অর্থ দুই-ই আসে ধানের ক্ষেতে সূর্য উঠে, সবুজ মাঠে হাসি, মাটির বুকে উঠলো ফুটে, ফসল রাশি রাশি কৃষি অর্থায়নে শাহজালাল ব্যাংক থাকে সবার পাশে, কৃষক মাঠে স্বপ্ন গড়ে সুখের স্রোতে ভাষে” “সহজ শর্তে কৃষি বিনিয়োগ নিন, হাসবে কৃষক আসবে সুদিন” এই শ্লোগানগুলোকে সামনে রেখে প্রান্তিক কৃষকদের সহায়তার লক্ষ্যে ও আর্থিক অন্তর্ভুক্তির জন্য রংপুর বিভাগের নির্বাচিত ৫২ জন কৃষকদের মাঝে ৬৫.০৫ লক্ষ টাকার স্বল্প সুদে প্রকাশ্য চেক বিতরণ করা হয়েছে।
শাহজালাল ইসলামী ব্যাংক পিএলসি ও সেবা এগ্রোটেক এবং সীড লিমিটেড’র সহযোগীতায় সোমবার (১০ ফেব্রুয়ারী) সকালে এসএমই ও কৃষি বিনিয়োগ বিভাগ, ঢাকার বাস্তবায়নে মিঠাপুকুরের ৪নং ভাংনী ইউনিয়ন পরিষদ মাঠে উক্ত চেক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংক’র নির্বাহী পরিচালক রফিকুল ইসলাম।
শাহজালাল ইসলামী ব্যাংকের এসএমই বিভাগের প্রধান আব্দুর রহিমের সভাপতিত্বে ও এসএভিপি রফিকুল ইসলামের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংকের পরিচালক ওবায়েদ উল্লাহ চৌধুরী, অতিরিক্ত পরিচালক মিরাতুর রহমান, সেবা এগ্রোটেক এবং সীড লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক কাজী বোরহান আমীন, ফিল্ড ডিরেক্টর নুরুন্নবী নয়ন, ৪ নং ভাংনী ইউনিয়নের চেয়ারম্যান আব্দুল্লাহ আল মামুন প্রমূখ।
অনুষ্ঠানের আলোচনায় অংশ নিয়ে বক্তারা বলেন, রংপুর অঞ্চলে এই বিনিয়োগের ফলে কৃষকদের আয় বৃদ্ধি পেয়েছে যা গ্রামীণ দারিদ্র্য বিমোচনে ভূমিকা রাখবে। পাশাপাশি, নারী উদ্যোক্তাদের জন্য আলাদা স্কিম চালু করা হয়েছে।
যুবকদের আত্মকর্মসংস্থানের জন্য কৃষি সরঞ্জাম বিনিয়োগ প্রকল্প চালু রয়েছে। ব্যাংকটি সরকারের কৃষি যান্ত্রিকীকরণের আহ্বানে সাড়া দিয়ে হারভেস্টার ও ট্রাক্টর বিতরণে অগ্রণী ভূমিকা পালন করছে। ব্যাংকটি রংপুরসহ অন্যান্য অঞ্চলে কৃষি খাতের বিনিয়োগ সম্প্রসারণে নতুন প্রকল্প হাতে নিয়েছে।
শাহজালাল ইসলামী ব্যাংকের রংপুর অঞ্চলে কৃষি বিনিয়োগ ও চেক বিতরণ কর্মসূচি কৃষকদের আর্থিক স্বাধীনতা এনে দিয়েছে।
এই উদ্যোগের মাধ্যমে স্থানীয় অর্থনীতি শক্তিশালী হচ্ছে এবং বাংলাদেশের সামগ্রিক কৃষি খাতের উন্নয়নে মডেল হিসেবে কাজ করছে। ব্যাংকের সমন্বিত পরিকল্পনা ও শরীয়াহভিত্তিক নীতিমালা এ ক্ষেত্রে অনন্য অবদান রেখে চলেছে। শাহজালাল ইসলামি ব্যাংকের রংপুর অঞ্চলের কৃষি বিনিয়োগ কর্মসূচি শুধু আর্থিক সহায়তা নয়, বরং একটি টেকসই উন্নয়নের মডেল।
এটি কৃষকদের স্বপ্নকে বাস্তবে রূপান্তরিত করছে এবং গ্রামীণ অর্থনীতিতে নতুন প্রাণ সঞ্চার করছে। ব্যাংকের এই সামাজিক দায়বদ্ধতা জাতীয় উন্নয়নে একটি মাইলফলক হিসেবে বিবেচিত হবে।
সময়মত বিনিয়োগ পরিশোধ যেমন ব্যাংকের জন্য ভাল তেমনি অর্থনীতি তথা কৃষকের জন্য ভাল। কারণ আপনি সময়মত ব্যাংকের অর্থ পরিশোধ করলেই ব্যাংক নতুন করে পুনরায় আপনাদের অর্থ প্রদান করতে পারবে এবং দেশের উৎপাদন বৃদ্দি পাবে।
এ সময় শাহজালাল ইসলামী ব্যাংক পিএলসি’র রংপুর বিভাগের প্রতিটি জেলার ইনচার্জসহ কর্মকর্তা কর্মচারী ও কৃষকগণসহ আমন্ত্রিত অতিথিরা উপস্থিত ছিলেন।