স্টাফ রিপোর্টার-তাহমিদ খান
ফেনী নদীর মিরসরাই অংশে অবৈধ বালু উত্তোলনকে কেন্দ্র করে করেরহাট ইউনিয়নের জয়পুর পূর্ব জোয়ার এলাকায় রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটেছে। সোমবার (১২ ফেব্রুয়ারি) রাত ১২টার দিকে দুই পক্ষের মধ্যে ধা'ও'য়া-পা'ল্টা ধা'ও'য়ার ঘটনা ঘটে। সংঘর্ষ চলাকালে র'কে'ট ল'ঞ্চা'র ছোড়া হলে স্থানীয় বাসিন্দা বাপ্পীর বসতঘরে গিয়ে তা আঘাত হানে, এতে মুহূর্তেই আগুন ধরে যায়।
এসময় উত্তেজিত এলাকাবাসী ফাঁ'কা ফা'য়া'রে'র আওয়াজ শুনতে পায়। পরে স্থানীয়রা আগুন নিয়ন্ত্রণে আনেন এবং মসজিদের মাইকে ঘোষণা দিয়ে সবাইকে একত্রিত করেন। একপর্যায়ে ক্ষুব্ধ জনতা ঐক্যবদ্ধ হয়ে অবৈধ বালু উত্তোলনকারীদের প্রতিরোধ করে এবং একটি বালুর কাটার ডুবিয়ে দেয়।
এদিকে, দীর্ঘদিন ধরে ফেনী নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন চললেও প্রশাসনের কোনো কার্যকর ব্যবস্থা নিতে দেখা যাচ্ছে না। স্থানীয়দের অভিযোগ, বালু খেকোদের দৌরাত্ম্য দিন দিন বাড়লেও প্রশাসন রহস্যজনকভাবে নীরব ভূমিকা পালন করছে। ফলে সংঘর্ষের মতো ভয়াবহ ঘটনা ঘটছে এবং সাধারণ মানুষ ভুক্তভোগী হচ্ছে।
এ ঘটনার পর থেকে এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে। দ্রুত ব্যবস্থা না নিলে পরিস্থিতি আরও ভয়াবহ হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন স্থানীয়রা।