বিল্লাল হুসাইন
যশোরের শার্শার পল্লীতে প্রেমিক শামিমের প্ররোচনায় শ্রাবন্তী(১৭) নামে এক কলেজ ছাত্রী গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে।
বুধবার(১২ জানুয়ারী)সন্ধায় উপজেলার পাঁচকায়বা গ্রামে নিজের ঘরে সে আত্মহত্যা করে।মরদেহ ময়নাতদন্ত ছাড়াই বৃহস্পতিবার যোহর নামাজের পর পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।
শ্রাবন্তী একই গ্রামের রাজমিস্ত্রী মুকুল হোসেনের মেয়ে ও বাগআঁচড়া আফিল উদ্দীন ডিগ্রী কলেজের দ্বাদশ শ্রেণির ছাত্রী।
গোপনীয়তার সুত্রে এলাকাবাসী জানিয়েছেন,শ্রাবন্তী বাগআঁচড়া আফিল উদ্দীন কলেজের দ্বাদশ শ্রেণীর ২য় বর্ষের একজন মেধাবী ছাত্রী। কলেজে যাওয়া আশার সময় বাগআঁচড়া বাজারের আঁখি টাওয়ারের কসমেটিক দোকানী শামিমের সাথে তার প্রেমের সম্পর্ক গড়ে উঠে।গত কয়েকদিন প্রেমিক শামীমের সাথে তার ভালো সম্পর্ক যাচ্ছিলো না। গত বুধবার সন্ধায় প্রেমিক শামীমের সাথে মোবাইলে কথা বলা শেষ করে সে নিজ ঘরে সিলিং ফ্যানের সাথে গলায় ওড়না পেঁচিয়ে সে আত্মহত্যা করে।
প্রেমিক শামিমকে ফোন করে জানতে চাইলে তিনি জানান,গত বুধবার সন্ধায় তার সাথে প্রেমিকা শ্রাবন্তীর শেষ কথা হয়েছিলো প্ররেক্ষনে শুনেন সে আত্মহত্যা করেছে
শ্রাবন্তীর পরিবার এ কথা অস্বীকার করে জানান,তাদের মেয়ে মাথা যত্রনা সহ্য না করতে পেরে আত্মহত্যা করেছে।ধারনা করা হচ্ছে মানসম্মানের ভয়ে তারা এ বিষয়টি এড়িয়ে যাচ্ছেন।
শার্শা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রবিউল ইসলাম জানান,পরিবারের কোন অভিযোগ না থাকায় ময়নাতদন্ত ছাড়াই মরদেহ দাফনের জন্য পরিবারের হেপাজতে দেওয়া হয়েছে।এ ব্যাপারে থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের হয়েছে।তবে বিষয়টি তদন্ত করে দেখা হবে বলে তিনি জানান।