মোঃ নাসিরউদ্দিন রাজশাহী জেলা
ইফাদ এবং পিকেএসএফ এর অর্থায়নে মৌসুমী-আরএমটিপি প্রকল্পের সচেতনতা ও শিখন কার্যক্রমের আওতায় পুষ্টি মেলা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) রাণীনগর উচ্চ বালিকা বিদ্যালয় চত্বরে পুষ্টি মেলা-২০২৫ এর আয়োজন করা হয়। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাকিবুল হাসান উপজেলা নির্বাহী অফিসার রাণীনগর ও সভাপতিত্ব করেন হোসেন শহীদ ইকবাল রানা নির্বাহী পরিচালক মৌসুমী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত
ছিলেন ডাঃ মুনীর আলী আকন্দ (ডেপুটি সিভিল সাজন নওগাঁ), ডাঃ শফিকুল আলম সিনিয়র কনসালটেন্ট গাক চক্ষু হাসপাতাল ও সভাপতি মৌসুমী, ডাঃ হোসনে আরা শিশু ও কিশোর রোগ বিশেষজ্ঞ, তারিকুল ইসলাম অফিসার ইনর্চাজ রাণীনগর, মাহে আলম সরওয়ার পিকেএসএফ-এর আরএমটিপি প্রকল্পের ভ্যালু চেইন প্রজেক্ট ম্যানেজার।
মেলায় সচেতনতা মুলক ১০টি স্টল প্রদর্শন করা হয়। স্টল পরিদর্শন শেষে অতিথিবিন্দ এই ধরনের অভূতপূর্ব কার্যক্রম দেখে মৌসুমী আরএমটিপি প্রকল্পের ভূয়সী প্রশংসা করেন। এবং উদ্যোক্তাদের উদ্দেশ্যে ভিটামিন, মিনারেল এবং পুষ্টি সম্পর্কে জন সচেতনতা মুলক দিক নির্দেশনা প্রদান করেন। মেলায় আগত রুগীদের বিনামুল্যে চিকিৎসা ও ওষধ প্রদান করা হয়। মেলার মুল আকর্ষন ছিলো চাপাইনবাবগঞ্জ থেকে আগত গম্ভীরা শিল্পীদের পুষ্টি ও সচেতনতা মুলক গম্ভীরা ও নাটক পরিবেশনা। এসময় আরো উপস্থিত ছিলেন
মৌসুমী’র উপ নির্বাহী পরিচালক এরফান আলী, ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক রাণীনগর উচ্চ বালিকা বিদ্যালয় মনোয়ার হোসেন তোতা, ডাঃ মুক্তাদির রহমান আবাসিক চিকিৎসক
মৌসুমী, মৌসুমী’র উপ সহকারী পরিচালক (কমর্সূচি) লিয়াকত আলী, মৌসুমী আরএমটিপি প্রকল্পের ভিসিএফ ফিরোজ হোসেনসহ ডাক্তার, পুষ্টি স্পেশালিস্ট
আরএমটিপি’র উদ্যোক্তা, প্রকল্পের কর্মকর্তা, সাংবাদিকবৃন্দ সহ দেড় হাজার দর্শক। মেলায় সঞ্চালনায় ছিলেন মৌসুমী আরএমটিপি প্রকল্পের মনিটরিং এন্ড ইভালুয়েশন অফিসার আব্দুর রউফ পাভেল।