বিশেষ প্রতিবেদন
শিক্ষার্থীদের রাজনৈতিক অঙ্গনে আসছে বড় পরিবর্তন! নিজেসহ উপদেষ্টা পরিষদে থাকা শিক্ষার্থীরা পদ ছাড়তে পারেন বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচার উপদেষ্টা নাহিদ ইসলাম।
তিনি একাত্তরকে জানিয়েছেন, "এ মাসের শেষেই ঘোষণা আসছে বৈষম্যবিরোধী শিক্ষার্থীদের নিয়ে নতুন রাজনৈতিক দলের।"
এই ঘোষণার পর থেকেই শিক্ষার্থীদের মধ্যে চাঞ্চল্য তৈরি হয়েছে। অনেকেই মনে করছেন, নতুন দল শিক্ষার্থীদের অধিকার আদায়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। অন্যদিকে, উপদেষ্টা পরিষদের আসন্ন পদত্যাগ নিয়ে রাজনৈতিক মহলে নানা গুঞ্জন ছড়িয়েছে।