1. live@www.dainikonlinetalaashporbo21.com : news online : news online
  2. info@www.dainikonlinetalaashporbo21.com : দৈনিক অনলাইন তালাশ পর্ব ২১ :
রবিবার, ২৫ মে ২০২৫, ০৯:১৫ অপরাহ্ন
সর্বশেষ :
চন্দনাইশ পৌরসভা ৮নং ওয়ার্ড সাধারণ সম্পাদকের বড় ভাইয়ের সহধর্মিণী ও গনতান্ত্রিক ছাত্রদল ৮নং সাধারণ সম্পাদকের মমতাময়ী আম্মার মৃত্যুতে শোক প্রকাশ  বান্দরবানে মারাইংতং এ বৌদ্ধ জাদীর মূর্তি ভাংচুর লামায় পুলিশের অভিযানে আগ্নেয়াস্ত্র, ডাকাতির সরঞ্জাম, নগদ টাকা উদ্ধার ও মাস্টারমাইন্ড করিম গ্রেফতার ঝগড়ার জেরে ঘুমন্ত বড় ভাইকে ছোট ভাই স্ত্রী সহ মিলে খুন  কালীগঞ্জ সদর ইউনিয়ন এর সাবেক চেয়ারম্যান আজাদ ফারুক উদ্দিন আহমেদের জানাজার নামাজে হাজার হাজার মুসল্লীর ঢল থানচিতে ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেফতার  কলেজছাত্র সাব্বির হত্যার খুনিদের গ্রেফতারে ৭২ ঘণ্টার আল্টিমেটাম, থানার সামনে এলাকাবাসীর বিক্ষোভ শেখ হাসিনার ঘনিষ্ট সহচর প্রমাণ হওয়ার পরও বহাল তবিয়তেই আছেন এনআরবি ইসলামী লাইফের চেয়ারম্যান কিবরিয়া ও তার স্ত্রী হোসনে আরা  বান্দারবানে গোপন সংবাদের ভিত্তিতে পুলিশের অভিযানে 8 রোহিঙ্গাকে গ্রেফতার সমুদ্র সৈকতে ফায়ার সার্ভিস সদস্যদের প্রশিক্ষণ দিলো আমেরিকান সেনা ও বিমানবাহিনী

কাগতিয়া দরবার শরীফে পবিত্র লাইলাতুল শবে বরাতের মাহফিল

মো: আবদুল কাদের চট্টগ্রাম 
  • প্রকাশিত: রবিবার, ১৬ ফেব্রুয়ারি, ২০২৫
  • ৪২ বার পড়া হয়েছে

মো: আবদুল কাদের চট্টগ্রাম

রাউজান কাকতিয়া দরবার শরীফে পবিত্র লাইলাতুল শবেবরাত মাহফিল অনুষ্ঠিত হয়। এতে

বক্তব্য রাখছেন মুফতি মাওলানা কাজী মুহাম্মদ আনোয়ারুল আলম ছিদ্দিকী, প্রফেসর ড. মুহাম্মদ আবুল মনছুর, প্রফেসর ড.জালাল আহমদ।

কাগতিয়া দরবার শরীফে পবিত্র শবে বরাত মাহফিল উদযাপিত

ফরজ ইবাদতের পাশাপাশি নফল ইবাদতের শিক্ষা হযরত গাউছুল আজম (রা.) এর তরিক্বতে

-মাননীয় মোর্শেদে আজম

পবিত্র কুরআনে বর্ণিত রয়েছে আল্লাহ তা’আলা জ্বিন ও মানুষ জাতিকে সৃষ্টি করেছেন একমাত্র তাঁরই ইবাদত করার জন্য। আর যে কোন ইবাদত-বান্দেগিকে কবুলিয়তের পর্যায়ে পৌঁছানোর জন্য প্রয়োজন রূহানী শক্তি। খলিফায়ে রাসূল (দ.) হযরত শায়খ ছৈয়্যদ গাউছুল আজম রাদ্বিয়াল্লাহু আনহুর তরিক্বতে রয়েছে প্রিয় রাসূলুল্লাহ (দ.) এর বাতেনি নূরের সিনা-ব-সিনা তাওয়াজ্জুহ এর মতো এমন এক আধ্যাত্মিক নিয়ামত যার মাধ্যমে ক্বলবে রূহানী শক্তি সৃষ্টি হয়। ফলে ইবাদাত-বান্দেগিতে আসে বিনয়-একাগ্রতা-নম্রতা এবং অন্তরে সৃষ্টি হয় আল্লাহ তা’আলার ভয় ও নবীজির অকৃত্রিম মুহাব্বত। সিনা-ব-সিনা তাওয়াজ্জুহ এর মাধ্যমে মানুষের অন্ধকার ক্বলব আলোকিত হয়, উদাসীনতায় নিমজ্জিত ক্বলবে আল্লাহর স্থায়ী জিকির সৃষ্টি হয়। ফলে কোন অবস্থাতেই বান্দা আল্লাহর স্মরণ থেকে আর গাফেল থাকে না। খলিফায়ে রাসূল (দ.) হযরত শায়খ ছৈয়্যদ গাউছুল আজম রাদ্বিয়াল্লাহু আনহুর তরিক্বত ফরজ ইবাদাত পালনের পাশাপাশি বিবিধ নফল ইবাদতে পরিপূর্ণ। হাদিস শরীফ মতে বান্দা ফরজ ইবাদতের মাধ্যমে আল্লাহর নৈকট্য অর্জন করে, আর নফলের মাধ্যমে এর স্থায়িত্ব লাভ করে। নবীজির মুহাব্বত নিয়ে প্রতিদিন ১১১১ বার নিয়ত সহকারে দরূদে মোস্তফা (দ.) আদায়, তাহাজ্জুদ, জিকির-আজকার ও মোরাকাবার অনুশীলনের পাশাপাশি ফয়েজে কুরআন তথা কুরআনের নূর প্রদানের মাধ্যমে মানুষের অভ্যন্তরীণ পরিশুদ্ধির ব্যবস্থা রয়েছে এ তরিক্বতে। শাবান মাসের ১৪ তারিখের দিবাগত রাতকে “লাইলাতুন নিসফি মিন শাবান” বলা হয় যা এই অঞ্চলে শবে বরাত হিসেবে প্রসিদ্ধ। হাদিস শরীফ মতে এ রাতে আল্লাহ তা’আলা ক্ষমা প্রার্থনাকারী অসংখ্য গুনাহগার বান্দার গুনাহ ক্ষমা করে দেবেন, অনুগ্রহ প্রার্থনাকারী বান্দাদের অনুগ্রহ দান করবেন। তাই সকলের উচিৎ এ রাতে একাগ্রচিত্তে বেশি বেশি নফল ইবাদত-বান্দেগি করা, কুরআন তেলাওয়াত করা।

১৪ ফেব্রুয়ারি (শুক্রবার) বাদে জুমা হতে চট্টগ্রাম কাগতিয়া আলীয়া গাউছুল আজম দরবার শরীফে অনুষ্ঠিত ৭২ তম পবিত্র শবে বরাত মাহফিলে মাননীয় মোর্শেদে আজম মাদ্দাজিল্লুহুল আলী প্রধান মেহমানের বক্তব্যে এসব কথা বলেন।

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সিনেট সদস্য এবং মুনিরীয়া যুব তবলিগ কমিটি বাংলাদেশের মহাসচিব প্রফেসর ড. মুহাম্মদ আবুল মনছুরের সভাপতিত্বে অনুষ্ঠিত শবে বরাত মাহফিলে বক্তব্য রাখেন মুফতি মাওলানা কাজী মুহাম্মদ আনোয়ারুল আলম ছিদ্দিকী, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের গণিত বিভাগের চেয়ারম্যান প্রফেসর ড. জালাল আহমদ, মাওলানা মুহাম্মদ আবদুস সবুর ও মাওলানা মুহাম্মদ সায়েম।

মিলাদ-কিয়াম শেষে মাননীয় প্রধান মেহমান দেশ, জাতি ও বিশ্ব মুসলিম উম্মাহর সুখ, শান্তি-সমৃদ্ধি এবং কাগতিয়া আলীয়া গাউছুল আজম দরবার শরীফের প্রতিষ্ঠাতা হযরত শায়খ ছৈয়্যদ গাউছুল আজম রাদিয়াল্লাহু আনহুর ফুয়ুজাত কামনা করে বিশেষ মুনাজাত পরিচালনা করেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© www.dainikonlinetalaashporbo21.com