চট্টগ্রাম প্রতিনিধি
চট্টগ্রাম নগরীর লালখান বাজারে যানজটের সুযোগ নিয়ে এক ছিনতাইকারী প্রাইভেট কারের জানালা দিয়ে মোবাইল ছিনিয়ে নিয়ে দৌড় দেয়। তবে বেশি দূর যেতে পারেনি, কারণ ঘটনাস্থলেই থাকা পুলিশ ও জনতার তৎপরতায় মুহূর্তেই ধরা পড়ে সে।
প্রত্যক্ষদর্শীরা জানান, শনিবার দুপুরে লালখান বাজার থেকে টাইগারপাসের দিকে ধীরগতিতে চলছিল একটি প্রাইভেট কার। গাড়ির ব্যাকসিটে বসা এক নারী জানালার কাঁচ নামিয়ে মোবাইলে কথা বলছিলেন। হঠাৎ এক যুবক দৌড়ে এসে মোবাইলটি ছোঁ মেরে নিয়ে পালানোর চেষ্টা করে। তবে আশপাশের লোকজন চিৎকার দিলে পাশে থাকা পুলিশ সদস্যরা সঙ্গে সঙ্গেই তাকে ধরে ফেলে।
স্থানীয়রা জানান, নগরীর ব্যস্ত সড়কগুলোতে যানজটের সময় এ ধরনের ছিনতাইয়ের ঘটনা বাড়ছে। বিশেষ করে ট্রাফিক সংকটের সুযোগ নিয়ে ছিনতাইকারীরা গাড়ির যাত্রীদের টার্গেট করে।
এ বিষয়ে পুলিশ জানায়, আটক যুবক একজন অভ্যাসগত ছিনতাইকারী কি না, তা তদন্ত করা হচ্ছে। নগরবাসীকে সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে, বিশেষ করে ধীরগতির গাড়িতে বসে জানালার কাঁচ খোলা রেখে মোবাইল ফোন ব্যবহারে সাবধানতা অবলম্বন করতে বলা হয়েছে।সতর্কতা:যানজটে কিংবা গাড়িতে বসে মোবাইল ব্যবহারের সময় অতিরিক্ত সতর্ক থাকুন! ছিনতাইকারীরা সুযোগের অপেক্ষায় থাকে!