চট্টগ্রাম প্রতিনিধি
কক্সবাজারের ঈদগাঁও ইসলামাবাদ রেলস্টেশনের পাশে এক ভয়াবহ দুর্ঘটনা ঘটেছে। ঈদগাঁও বাজার থেকে গোমাতলী রোডে রেলক্রসিং পার হওয়ার সময় একটি মাইক্রোবাস রেললাইনে আটকে যায়। মুহূর্তের মধ্যেই একটি ট্রেন এসে মাইক্রোবাসটিকে প্রচণ্ড ধাক্কা দেয়, ফলে সেটি দুমড়ে-মুচড়ে যায়।
তবে সৌভাগ্যের বিষয়, ট্রেন আসার আগেই চালকসহ যাত্রীরা দ্রুত বের হয়ে নিরাপদ স্থানে সরে যান, যার ফলে প্রাণহানি হয়নি। এ ঘটনায় স্থানীয়দের মধ্যে আতঙ্কের সৃষ্টি হয়।
প্রত্যক্ষদর্শীরা জানান, রেলক্রসিংয়ে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা না থাকায় প্রায়ই দুর্ঘটনার ঝুঁকি থাকে। স্থানীয়রা দ্রুত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন, যাতে ভবিষ্যতে এমন ঘটনা এড়ানো যায়