বিশেষ প্রতিবেদন
বাংলাদেশের নাট্যাঙ্গনের প্রতিভাবান তরুণ অভিনেতা শাহবাজ সানী আর নেই। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তাঁর অকালমৃত্যুর খবরটি নিশ্চিত করেছেন জনপ্রিয় অভিনেতা জিয়াউল ফারুক অপূর্ব, যিনি সামাজিক যোগাযোগ মাধ্যমে শোক প্রকাশ করে সবার কাছে দোয়া চেয়েছেন।
শাহবাজ সানী স্বল্প সময়ের মধ্যেই অভিনয়ের জগতে নিজের জায়গা তৈরি করেছিলেন। তরুণ এই অভিনেতার আকস্মিক মৃত্যুতে নাট্যজগতে নেমে এসেছে শোকের ছায়া। সহশিল্পী, নির্মাতা ও ভক্তরা সামাজিক মাধ্যমে তাঁকে স্মরণ করছেন, প্রকাশ করছেন তাঁদের গভীর শোক ও শ্রদ্ধা।
তরুণ বয়সেই থেমে গেল প্রতিভার পথচলা
অল্প সময়ের ক্যারিয়ারে শাহবাজ সানী বেশ কিছু জনপ্রিয় নাটকে অভিনয় করেছেন, যা দর্শকের প্রশংসা কুড়িয়েছে। তাঁর সহজাত অভিনয়গুণ ও প্রাণবন্ত উপস্থিতি তাঁকে নাট্যজগতে ভিন্ন মাত্রায় নিয়ে যাচ্ছিল। কিন্তু নিয়তির নির্মম পরিহাসে সেই পথচলা থেমে গেল অকালে।
শাহবাজ সানীর আকস্মিক প্রয়াণে বাংলাদেশের নাট্যাঙ্গনে অপূরণীয় শূন্যতা তৈরি হলো। দৈনিক অনলাইন তালাশ পরিবার তাঁর বিদেহী আত্মার মাগফিরাত কামনা করছে এবং তাঁর পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছে।