বানারীপাড়া প্রতিনিধি
“ঐক্যবদ্ধ ও পরিশুদ্ধ সমাজ গড়ি, বৈষম্যহীন ইনসাফ ভিত্তিক কল্যাণ রাষ্ট্র বিনির্মাণ করি।” এই প্রতিপাদ্যকে সামনে রেখে বাবুগঞ্জে অনুষ্ঠিত হয়েছে ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ বাবুগঞ্জ উপজেলা শাখার যুব সম্মেলন’২৫।
শাখা সভাপতি হাফেজ ওয়ালিউল্লাহ এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক হাফেজ মুহাম্মদ শামীম হাসান এর সঞ্চালনায় ১৭ ফেব্রুয়ারি ২৫খ্রিঃ সোমবার বিকাল ৩টায় ইসলামী আন্দোলন বাংলাদেশ বানারীপাড়া উপজেলা কার্যালয় যুব সম্মেলন অনুষ্ঠিত হয়। সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ বরিশাল জেলা সাধারণ সম্পাদক মাওলানা সোলাইমান প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ বানারীপাড়া উপজেলা সভাপতি মাওলানা শিহাব উদ্দিন আহমেদ ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ বানারীপাড়া পৌর সভাপতি মোঃ জালিস মাহমুদ মৃধা, উপজেলা ছাত্র আন্দোলন সভাপতি, আতিকুল ইসলাম , হাফেজ তরিকুল ইসলাম, কারী নাসির আহমেদ, মুফতি ইমদাদুল ইসলাম, মাওঃ নুরুজ্জামান প্রমূখ।
সম্মেলন শেষে ২০২৩-২৪ সেশনের কমিটি বিলুপ্ত করে ২০২৫-২৬ সেশনের জন্য নতুন কমিটি ঘোষণা করা হয়। নবগঠিত কমিটির সভাপতি- হাফেজ মুহাম্মাদ শামীম হাসান সহ-সভাপতি- হাফেজ মুহাম্মাদ তরিকুল ইসলাম সাধারণ সম্পাদক- ক্বারী মোঃ নাসির আহমেদ