মোঃ ফরিদ এ-র ক্যামেরায় মোঃ শাহিদুল ইসলাম বাবু স্টাফ রিপোর্টার
গত 15 ফেব্রুয়ারি কাউখালী শাহী দরবার শরিফে অলিকুল শিরোমণি হরযত সুলতান উদ্দিন বাঁচা বাবা শাহেন শাহা (রহ,) ৭২ তম বার্ষিক ওরশ মাহফিল ও ১৯ শে ফেব্রুয়ারি আলে সোয়াফ মাহফিল চট্টগ্রাম মহানগর পাহাড়তলী, খুলশী, আকবর শাহ থানা ৯ নং ওয়ার্ড অলংকার একে খান মোড় সংলগ্ন ফকির তালুক বাচা বাবা ম্যানসনস্হ ময়দানে অনুষ্ঠিত হয়েছে
উক্ত অনুষ্ঠানের উপস্থিত ছিলেন মোঃ শামশু উদ্দিন উপদেষ্টা ফকির তালুক সমাজ এবং মোঃ মহিউদ্দিন চট্টগ্রাম মহানগর পরিচালনা কমিটি এতে আরো উপস্থিত ছিলেন এলাকাবাসী বক্তব্যে শামশুদ্দিন বলেন৭২বছর ধরে ওরশ শরীফ একই স্থানে করে আরতেছি এবং আমার পূর্বের পুরুষেরা করছিল এবং আগামী প্রজন্মেরাও করবে মোঃ মহিউদ্দিন চট্টগ্রাম মহানগর ওরশ পরিচালনা কমিটি বলেন আমাদের পূর্বের পুরুষ বাবা দাদা প্রত্যেক বছরে এ-ই ওরশ করতেছিল তারি ধারাবাহিকতায় আমরা করছি এবং আমাদের ছেলেরাও করবে আশা করি এতে আরো সংক্ষিপ্ত বক্তব্য দেন ফকির তালুক সমাজের ব্যক্তিবর্গ
পরিশেষে দুইটি গরু জবাই করে গরুর মাংস দ্বারা তবারকের আয়োজন করা হয় হালকা জিকির ও দোয়া করে তবারকের বিতরণের মাধ্যমে মাধ্যমে ওরশ মাহফিল সমাপ্ত ঘোষণা করে