মোঃ মুক্তাদির হোসেন স্টাফ রিপোর্টার
গাজীপুরের কালীগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে এক ব্যবসায়ীকে ১টি মামলায় নগদ পাঁচ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে। আজ বুধবার (১৯ ফ্রেব্রুয়ারী) দুপুরে কালীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট তনিমা আফ্রাদ কালীগঞ্জ বাজারে এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।
এ সময় তিনি ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৫২ ধারায় কালীগঞ্জ বাজার সবজি ব্যবসায়ী জমির হোসেন (৩৩) কে পাঁচ হাজার টাকা জরিমানা আদায় সহ বাজার মনিটরিং করেন।
এ সময় সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নূরী তাসমিন ঊর্মি, বেঞ্চ সহকারী মো: আলামিন ভূঁইয়া ও কালীগঞ্জ থানার পুলিশের সদস্যগণ সহ প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।