স্টাফ রিপোর্টার- তাহমিদ খান
মিরসরাইয়ে পৃথক দুটি দুর্ঘটনায় পুকুরে ডুবে দুই শিশুর করুণ মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারি) দুপুরে দুর্গাপুর ইউনিয়নের শিকার জনার্দ্দনপুর গ্রামে দুই বছরের শিশু সাবিহা তাসনিম পানিতে পড়ে প্রাণ হারায়। নিহত সাবিহা মাজতাব হোসেনের একমাত্র কন্যা।
অপরদিকে, একই দিন সকাল ১১টার দিকে জোরারগঞ্জ ইউনিয়নের মধ্যম সোনাপাহাড় গ্রামে প্রবাসী ইমরান হোসেনের আড়াই বছর বয়সী মেয়ে ইয়াফি পরিবারের অগোচরে পুকুরে পড়ে ডুবে যায়।
একই দিনে দুটি শিশুর মর্মান্তিক মৃত্যুর ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয়রা শিশুদের নিরাপত্তা নিশ্চিত করতে বাড়ির আশপাশের পুকুর ও জলাশয়ে বিশেষ সতর্কতা অবলম্বনের আহ্বান জানিয়েছেন।