ক্রাইম রিপোর্টার রাসেল আহমেদ
মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে রংপুরে প্রাচীন মুদ্রা প্রদর্শনী ও ফ্রী ব্লাড গ্রুপিং অনুষ্ঠিত হয়েছে।
আজ সদর উপজেলার ভুরারঘাট বাজারে সেচ্ছাসেবী সংগঠন স্বপ্নতরী তরুন সংঘ এ আয়োজন করে। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি আহসান হাবীব, সহ সভাপতি আবুল কালাম আজাদ, সভাপতি নুরুজ্জামান পাভেল, সাধারণ সম্পাদক মাসুদ রানা ও সদস্য মনিরুজ্জামান মনির সহ সংগঠনের সদস্যবৃন্দ। মুদ্রা প্রদর্শনী করেন সদর উপজেলার আসাদুজ্জামান সাগর।
আসাদুজ্জামান সাগরের সংগ্রহে ১০০টির ও বেশি দেশের মুদ্রা রয়েছে। প্রাচীন মুদ্রা দেখতে উপচে পড়া ভির করে এলাকার লোকজন।
এসময় সংগঠনের পক্ষ থেকে দুইশত ব্যাক্তির ব্লাড গ্রুপিং করা হয়
সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি আহসান হাবীব বলেন, স্বপ্নতরী তরুণ সংঘ একটি অরাজনৈতিক সংগঠন। এ সংগঠনের সমাজের বিভিন্ন সামাজিক কাজ করে থাকে।