1. live@www.dainikonlinetalaashporbo21.com : news online : news online
  2. info@www.dainikonlinetalaashporbo21.com : দৈনিক অনলাইন তালাশ পর্ব ২১ :
শুক্রবার, ১৬ জানুয়ারী ২০২৬, ১২:০৬ অপরাহ্ন
সর্বশেষ :
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত যৌথবাহিনীর অভিযানে বিপুল পরিমাণ অস্ত্র,মাদক ও নগদ অর্থ সহ নরসিংদীর শিবপুরে সাত জনকে গ্রেফতার উখিয়ায় বেশি দামে গ্যাস বিক্রি: দুই প্রতিষ্ঠানকে ২৫ হাজার টাকা জরিমানা রাত্রিকালে অভিযানে মোবাইল চোর চক্রের সদস্য গ্রেফতার, মোবাইল উদ্ধার বরিশাল জেলা জিয়া সাংস্কৃতিক সংগঠন জিসাসের উদ্যোগে বিজয়নগর থানা পুলিশের অভিযানে ১০ কেজি গাঁজা উদ্ধার, ১ মাদক কারবারী গ্রেফতার। 🔴 নিখোঁজ সংবাদ / সাহায্যের আবেদন 🔴 লামায় দেশীয় আগ্নেয়াস্ত্রসহ ৫ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার তানোরে আনসার প্লাটুন কমান্ডার এর নিজস্ব অর্থায়নে অসহায় প্রতিবন্ধীদের মাঋে শীতবস্ত্র বিতরণ উখিয়ায় ৮ এপিবিএনের অভিযানে ৯০০ পিস ইয়াবাসহ রোহিঙ্গা যুবক আটক

গৃহকর্মী শিশুদের সহিংসতা নির্যাতনের বিরুদ্ধে মানববন্ধন কর্মসূচি 

মোহাম্মদ মাসুদ বিশেষ প্রতিনিধি :
  • প্রকাশিত: সোমবার, ২৪ ফেব্রুয়ারি, ২০২৫
  • ১২৮ বার পড়া হয়েছে

মোহাম্মদ মাসুদ বিশেষ প্রতিনিধি :

শিশু নির্যাতন প্রতিরোধে চট্টগ্রামে কর্মরত সংস্থাসমূহ এর যৌথ উদ্যোগে গৃহকর্মী শিশুদের প্রতি সহিংসতা ও নির্যাতনের বিরুদ্ধে মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

আজ রবিবার (২৩ ফেব্রুয়ারি) চট্টগ্রাম প্রেস ক্লাব প্রাঙ্গনে মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

গৃহকর্মী শিশুদের প্রতি সহিংসতা ও নির্যাতনের বিরুদ্ধে সোচ্চার ভূমিকা তৈরিতে এনমানববন্ধনের আয়োজন করে।

অনুষ্ঠিত মানববন্ধনে গৃহকর্মী শিশু ধর্ষণ মামলাসহ সকল শিশু নির্যাতন মামলার দ্রুত এবং ন্যায়বিচারের দাবিতে সোচ্চার হন বিভিন্ন শিশু অধিকারকর্মী, মানবাধিকারকর্মী, গণমাধ্যম কর্মী, সাধারণ শিক্ষার্থী এবং সচেতন নাগরিকরা। গৃহকর্মে নিযুক্ত শিশুদের ওপর নির্যাতন, নিপীড়ন, হত্যা ও মানবাধিকার লঙ্ঘনের মতো ঘটনা সাম্প্রতিক সময়ে উদ্বেগজনক ভাবে বেড়ে গেছে। বিচারহীনতার সংস্কৃতির কারণে এ ধরনের ঘটনা বারবার ঘটছে। বিকেলের মানববন্ধন কর্মসূচিতে বক্তারা এসব কথা বলেন। এসময় গৃহকর্মী শিশু ধর্ষন মামলাসহ সকল শিশু নির্যাতন মামলার ন্যায়বিচারের দাবী জানান তাঁরা। শিশু নির্যাতন প্রতিরোধে চট্টগ্রামে কর্মরত সংস্থাসমূহ এই মানববন্ধনের আয়োজন করে। মানববন্ধনে ২০১৯ সালের ২৩ জুলাই চান্দগাঁও থানায় এনজিওকর্মী মাহাবুব আলম প্রকাশ মাহাবুবুর রহমানের বিরুদ্ধে দায়ের হওয়া নারী ও শিশু নির্যাতন মামলাসহ সব মামলার ন্যায় বিচারের দাবি করা হয়। শিশু নির্যাতন প্রতিরোধে চট্টগ্রামে কর্মরত সংস্থা সমূহের আয়োজনে এবং অপরাজেয় বাংলাদেশ’র সাবেক বিভাগীয় সমন্বয়কারী ও বিশিষ্ট শিশু উন্নয়ন সংগঠক মাহাবুবুল আলমের পরিচালনায় উক্ত মানব বন্ধনে অংশগ্রহনকারী সংস্থা সমূহের মধ্যে বক্তব্য রাখেন শিশু উন্নয়ন ও মানবাধিকার সংগঠন স্বপ্নীল ব্রাইট ফাউন্ডেশনের প্রধান নির্বাহী মোহাম্মদ আলী শিকদার, জাতীয় যুব পুরস্কার-২০২৪ প্রাপ্ত যুব উন্নয়ন সংগঠন বিশ্বাস যুব উন্নয়ন সংস্থা’র প্রধান নির্বাহী শফিউল বশর, ঘাসফুল’র প্রোগ্রাম কোঅর্ডিনেটর সিরাজুল ইসলাম, শিশু অধিকার ভিত্তিক জাতীয় সংগঠন অপরাজেয় বাংলাদেশ’র চট্টগ্রামের প্রধান সমন্বয়কারী জিনাত আরা বেগম, যুগান্তর সমাজ উন্নয়ন সংস্থা’র প্রজেক্ট কোঅর্ডিনেটর দিপিকা দাশ গুপ্ত, ব্রাইট বাংলাদেশ ফোরাম (বিবিএফ) প্রকল্প সমন্বকারী আফতাফুজ্জামান, ঊষা নারী উন্নয়ন সংস্থা’র প্রোগ্রাম ম্যানেজার পীযুশ দাশ গুপ্ত, ইপসা’র প্রচারাভিয়ান সমন্বয়কারী মোহাম্মদ জসিম উদ্দিন, বিজনেস ডেভেলপমেন্ট সমন্বয়কারী ফারাহ আমেনা খাতুন, প্রজেক্ট অফিসার মু. আতাউল হাকিম প্রমূখ। মানববন্ধনে অংশগ্রহনকারী বক্তারা বলেন, বিচারহীনতার কারণে অপরাধীরা বারবার একই কাজ করার সাহস পায়। যদি প্রতিটি ঘটনায় দোষী ব্যক্তিদের দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হতো, তাহলে আর কেউ গৃহশ্রমিকদের নির্যাতনের সাহস দেখাত না।

পাশাপাশি উক্ত মানববন্ধনে শিশু নির্যাতনকারী ও গৃহকর্মী শিশু ধর্ষনকারী এনজিও কর্মকর্তা মাহাবুবুর রহমানের শিশু নির্যাতন মামলাসহ সকল শিশু নির্যাতন মামলার ন্যায়বিচার দাবী করা হয়। সরকারী হটলাইন ১০৯৮ এর মাধ্যমে প্রাপ্ত শিশু গৃহকর্মীদের অভিযোগ এর ভিত্তিতে যেসব মামলা হয়েছে তার সঠিকভাবে বিচার নিশ্চিত করতে এ মানববন্ধনে আহবান জানানো হয়। এখানে উল্লেখ্য যে, ২০১৯ সালের ২২ জুলাই হটলাইনে কল পেয়ে সমাজ সেবা অধিদপ্তরের কর্মকর্তা ও চান্দগাঁও থানা পুলিশ উক্ত এনজিও কর্মকর্তার ঘর থেকে তালাবদ্ধ অবস্থায় গৃহকর্মী শিশুকে উদ্ধার করে। পরবর্তীতে শিশু গৃহকর্মীর হটলাইন ১০৯৮ এবং থানায় অভিযোগের ভিত্তিতে মাহাবুবুর রহমানের বিরুদ্ধে ধর্ষনের মামলা হয়। মানববন্ধনে সংহতি জানিয়ে স্বপ্নীল ব্রাইট ফাউন্ডেশনের প্রধান নির্বাহী মোহাম্মদ আলী শিকদার বলেন, গৃহকর্মী সুরক্ষা ও কল্যাণ নীতি ২০১৫ বাস্তবায়ন না হওয়ায় দেশে গৃহশ্রমিকের মৃত্যু-নির্যাতনের মতো ঘটনা ঘটছে। গৃহকর্মী শিশু নির্যতনসহ সকল প্রকার শিশু নির্যাতনের বিরুদ্ধে আমাদেরকে আরও বেশী সোচ্চার হতে হবে এবং যার যার অবস্থান থেকে কাজ করতে হবে। মানববন্ধনে সংহতি জানিয়ে যুব উন্নয়ন ও মানবধিকার কর্মী বিশ্বাস যুব উন্নয়ন সংস্থা’র প্রধান নির্বাহী শফিউল বশর বলেন, বেসরকারি মানবাধিকার সংস্থা আইন ও সালিশ কেন্দ্রের (আসক) তথ্য বিশ্লেষণ করে দেখা যায় বাংলাদেশে গত ১০ বছরে সাড়ে ৯ হাজারের বেশি ধর্ষণের ঘটনা ঘটেছে, এর মধ্যে ২ হাজারের বেশি সংঘবদ্ধ ধর্ষণ। এগুলা আমাদের সবার জন্য উদ্বেগজনক। ঘাসফুল’র প্রজেক্ট কোঅর্ডিনেটর মোহাম্মদ সিরাজুল ইসলাম শিশু নির্যাতন প্রতিরোধে সচেতনতা বৃদ্ধির প্রয়োজনীয়তা এবং শিশুর সুরক্ষা নিশ্চিত করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের তীব্র পদক্ষেপ গ্রহণের দাবি জানান। চট্টগ্রামে প্রতিবছর শিশু নির্যাতন প্রতিরোধে পক্ষ পালনের বিষয়টিও তিনি উল্লেখ করেন।

এছাড়া শিশু অধিকার ও শিশু উন্নয়নভিত্তিক জাতীয় সংগঠন অপরাজেয় বাংলাদেশ’র চট্টগ্রামের প্রধান সমন্বয়কারী জিনাত আরা বেগম বলেন, “শিশুদের নিরাপত্তা নিশ্চিত করতে আমাদের প্রতিটি পদক্ষেপে সজাগ থাকতে হবে। গৃহকর্মী শিশুদের জন্য উপযুক্ত আইনগত সুরক্ষা প্রদান না করা হলে এই ধরনের অপরাধ কমানো যাবে না।”

মানববন্ধনে সংহতি জানিয়ে সাধারণ শিক্ষার্থীরা বলেন, পত্রিকায় সব খবর আসে না। বিশেষ করে অভিযুক্ত ব্যক্তিরা প্রভাবশালী বা তাদের পরিবারের সদস্যদের চাপে অনেক ধর্ষনের তথ্য চাপা পড়ে যায়। কোন কোন ঘটনা আদালত পর্যন্ত গড়ালেও আইনের ফাঁক গলে সত্যিকারের অপরাধী পার পেয়ে যায়। এসময় মানববন্ধনে সংহতি জানিয়ে গণমাধ্যমকর্মী শিহাব জিসান বলেন, ধর্ষনের কিছু কিছু মামলায় আসামীরা গ্রেপ্তার হয়ে জেলও খাটে। কিন্তু পরে জামিনে বের হয়ে এসে ভুক্তভোগীর দারিদ্র্যতাকে পুঁজি করে হুমকি দিয়ে মামলা প্রত্যাহার করায় বা মামলাকে ভিন্নখাতে প্রবাহিত করে। এতে অন্য অপরাধীরা সাহস পেয়ে যায়।

মানববন্ধনে উপস্থিত হাজারো মানুষ এই দাবিতে একত্রিত হন এবং একযোগভাবে শিশুদের অধিকার রক্ষায় সোচ্চার হন। শিশু নির্যাতন প্রতিরোধে কার্যকর আইন প্রণয়ন এবং দ্রুত বিচার নিশ্চিত করতে সকলের সমন্বিত প্রচেষ্টা প্রয়োজন। মানববন্ধনে অংশগ্রহণকারীরা শিশুদের জন্য একটি নিরাপদ এবং সুরক্ষিত সমাজ গড়ে তোলার জন্য সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

উখিয়ায় ৮ এপিবিএনের অভিযানে ৯০০ পিস ইয়াবাসহ রোহিঙ্গা যুবক আটক জাহাঙ্গীর আলম-উখিয়া কক্সবাজারের উখিয়া উপজেলার কোর্টবাজার এলাকায় অভিযান চালিয়ে ৯০০ পিস ইয়াবা সদৃশ ট্যাবলেটসহ এক রোহিঙ্গা যুবককে আটক করেছে ৮ আর্মড পুলিশ ব্যাটালিয়ন (৮ এপিবিএন)। রোববার (১১ জানুয়ারি ২০২৬) দুপুর আনুমানিক ১টা ৫৫ মিনিটে টেকনাফ–কক্সবাজার মহাসড়কের কোর্টবাজার আলিমুড়া এলাকায় অবস্থিত ৮ এপিবিএনের অস্থায়ী কার্যালয়ের সামনে স্থাপিত চেকপোস্টে এ অভিযান পরিচালনা করা হয়। ৮ এপিবিএন সূত্র জানায়, এসআই (নি:) মোঃ নুর নবীর নেতৃত্বে সঙ্গীয় অফিসার ও ফোর্স নিয়মিত চেকপোস্ট কার্যক্রম পরিচালনার সময় সন্দেহজনক চলাফেরার কারণে এক রোহিঙ্গা যুবককে আটক করা হয়। পরে আশপাশ থেকে আগত সাক্ষীদের উপস্থিতিতে তাকে তল্লাশি করা হলে তার হাতে থাকা একটি শপিং ব্যাগের ভেতরে কালো রঙের পলিথিন থেকে ১৮টি লকযুক্ত এয়ারটাইট সাদা পলি প্যাকেট উদ্ধার করা হয়। এসব প্যাকেটের ভেতর থেকে মোট ৯০০ পিস অ্যামফিটামিন জাতীয় ইয়াবা সদৃশ ট্যাবলেট পাওয়া যায়। আটক যুবকের নাম মোঃ আবদুল্লাহ প্রঃ মোঃ ওসমান (১৯)। তিনি বালুখালী-১ রোহিঙ্গা ক্যাম্পের ৯ নম্বর ক্যাম্পের ডি/১ ব্লকের বাসিন্দা। তার এফসিএন নম্বর ১১০১৫৬। তার পিতার নাম মৃত ইলিয়াস এবং মাতার নাম হালিমা খাতুন বেগম। উদ্ধারকৃত ইয়াবা সদৃশ ট্যাবলেটগুলো বিধি মোতাবেক জব্দ করা হয়েছে। পরবর্তীতে আটক আসামি ও জব্দকৃত আলামত প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য উখিয়া থানায় হস্তান্তর প্রক্রিয়াধীন রয়েছে। এ বিষয়ে ৮ এপিবিএনের পক্ষ থেকে জানানো হয়, মাদক পাচার রোধে নিয়মিত অভিযান অব্যাহত থাকবে এবং আইন-শৃঙ্খলা পরিস্থিতি বর্তমানে স্বাভাবিক রয়েছে।

উখিয়ায় ৮ এপিবিএনের অভিযানে ৯০০ পিস ইয়াবাসহ রোহিঙ্গা যুবক আটক জাহাঙ্গীর আলম-উখিয়া কক্সবাজারের উখিয়া উপজেলার কোর্টবাজার এলাকায় অভিযান চালিয়ে ৯০০ পিস ইয়াবা সদৃশ ট্যাবলেটসহ এক রোহিঙ্গা যুবককে আটক করেছে ৮ আর্মড পুলিশ ব্যাটালিয়ন (৮ এপিবিএন)। রোববার (১১ জানুয়ারি ২০২৬) দুপুর আনুমানিক ১টা ৫৫ মিনিটে টেকনাফ–কক্সবাজার মহাসড়কের কোর্টবাজার আলিমুড়া এলাকায় অবস্থিত ৮ এপিবিএনের অস্থায়ী কার্যালয়ের সামনে স্থাপিত চেকপোস্টে এ অভিযান পরিচালনা করা হয়। ৮ এপিবিএন সূত্র জানায়, এসআই (নি:) মোঃ নুর নবীর নেতৃত্বে সঙ্গীয় অফিসার ও ফোর্স নিয়মিত চেকপোস্ট কার্যক্রম পরিচালনার সময় সন্দেহজনক চলাফেরার কারণে এক রোহিঙ্গা যুবককে আটক করা হয়। পরে আশপাশ থেকে আগত সাক্ষীদের উপস্থিতিতে তাকে তল্লাশি করা হলে তার হাতে থাকা একটি শপিং ব্যাগের ভেতরে কালো রঙের পলিথিন থেকে ১৮টি লকযুক্ত এয়ারটাইট সাদা পলি প্যাকেট উদ্ধার করা হয়। এসব প্যাকেটের ভেতর থেকে মোট ৯০০ পিস অ্যামফিটামিন জাতীয় ইয়াবা সদৃশ ট্যাবলেট পাওয়া যায়। আটক যুবকের নাম মোঃ আবদুল্লাহ প্রঃ মোঃ ওসমান (১৯)। তিনি বালুখালী-১ রোহিঙ্গা ক্যাম্পের ৯ নম্বর ক্যাম্পের ডি/১ ব্লকের বাসিন্দা। তার এফসিএন নম্বর ১১০১৫৬। তার পিতার নাম মৃত ইলিয়াস এবং মাতার নাম হালিমা খাতুন বেগম। উদ্ধারকৃত ইয়াবা সদৃশ ট্যাবলেটগুলো বিধি মোতাবেক জব্দ করা হয়েছে। পরবর্তীতে আটক আসামি ও জব্দকৃত আলামত প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য উখিয়া থানায় হস্তান্তর প্রক্রিয়াধীন রয়েছে। এ বিষয়ে ৮ এপিবিএনের পক্ষ থেকে জানানো হয়, মাদক পাচার রোধে নিয়মিত অভিযান অব্যাহত থাকবে এবং আইন-শৃঙ্খলা পরিস্থিতি বর্তমানে স্বাভাবিক রয়েছে।

© www.dainikonlinetalaashporbo21.com