1. live@www.dainikonlinetalaashporbo21.com : news online : news online
  2. info@www.dainikonlinetalaashporbo21.com : দৈনিক অনলাইন তালাশ পর্ব ২১ :
সোমবার, ২৬ মে ২০২৫, ০২:৪৫ পূর্বাহ্ন
সর্বশেষ :
রংপুরে আলুতে পচন- আবাদ করে চরম বিপাকে কৃষক, রাজশাহী রেলওয়ে স্টেশন হইতে ৩২৪ গ্রাম হেরোইনসহ ০১ জন পেশাদার নারী মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‌্যাব-৫, রাজশাহী। জয়পুরহাটে আ”লীগের সাবেক হুইপ, এমপিসহ ১৮ জনের বিরুদ্ধে দেশ ত্যাগের নিষেধাজ্ঞা দৈনিক অনলাইন তালাশপর্ব২১. এর প্রতিষ্ঠাতা চেয়ারম্যান সেলিম আসলাম চৌধুরী সোহেল স্যারের ৩য় মৃত্যুবার্ষিকী আজ চন্দনাইশ পৌরসভা ৮নং ওয়ার্ড সাধারণ সম্পাদকের বড় ভাইয়ের সহধর্মিণী ও গনতান্ত্রিক ছাত্রদল ৮নং সাধারণ সম্পাদকের মমতাময়ী আম্মার মৃত্যুতে শোক প্রকাশ  বান্দরবানে মারাইংতং এ বৌদ্ধ জাদীর মূর্তি ভাংচুর লামায় পুলিশের অভিযানে আগ্নেয়াস্ত্র, ডাকাতির সরঞ্জাম, নগদ টাকা উদ্ধার ও মাস্টারমাইন্ড করিম গ্রেফতার ঝগড়ার জেরে ঘুমন্ত বড় ভাইকে ছোট ভাই স্ত্রী সহ মিলে খুন  কালীগঞ্জ সদর ইউনিয়ন এর সাবেক চেয়ারম্যান আজাদ ফারুক উদ্দিন আহমেদের জানাজার নামাজে হাজার হাজার মুসল্লীর ঢল থানচিতে ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেফতার 

বাহাদুরসাদী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরষ্কার বিতরনী অনুষ্ঠিত

মোঃ মুক্তাদির হোসেন। স্টাফ রিপোর্টার।
  • প্রকাশিত: সোমবার, ২৪ ফেব্রুয়ারি, ২০২৫
  • ৪৬ বার পড়া হয়েছে

মোঃ মুক্তাদির হোসেন।
স্টাফ রিপোর্টার

কালীগঞ্জের বাহাদুরসাদী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরষ্কার বিতরনী – ২০২৫ অনুষ্ঠিত হয়েছে। ২৪ ফেব্রুয়ারী, ২০২৫ ইং সোমবার দিনব্যাপী এই আয়োজনে শিক্ষার্থীদের অংশগ্রহণে নানা প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। সকাল ৯.০০ ঘটিকা হতে শিক্ষার্থীরা বিভিন্ন খেলায় অংশগ্রহণ করেন। খেলা, গান, নৃত্য সহ বিভিন্ন প্রতিযোগিতায় শিক্ষার্থীরা সাথে অংশগ্রহণ করেন। ক্রীড়া অনুষ্ঠানের মধ্যে সবচেয়ে উল্লেখযোগ্য ছিল যেমন খুশি তেমন সাজো।  ছোট ছোট শিক্ষার্থীরা নানান সাজে, নানান চরিত্রে দর্শক ও বিচারকদের মাতিয়ে তোলেন।

পুরষ্কার বিতরনী অনুষ্ঠানের শুরুতেই কোরআন তিলাওয়াতের পর অতিথিদের ফুল দিয়ে শুভেচ্ছা জানান শিক্ষার্থীরা। পরে জাতীয় সংগীত মধ্য দিয়ে অনুষ্ঠানের কার্যক্রম শুরু হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কালীগঞ্জ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক খালেকুজ্জামান (বাবলু), সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী উপজেলা শিক্ষা অফিসার গোলাম রহমান, উদ্বোধন হিসেবে উপস্থিত ছিলেন জনাব হাসানুর রহমান জুয়েল সদস্য সচিব, কালীগঞ্জ উপজেলা যুবদল, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাহাদুরসাদী ইউনিয়ন বিএনপির সভাপতি এস এম জয়নাল আবেদীন, বাহাদুরসাদী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক শওকত মেম্বার , কালীগঞ্জ উপজেলার সমবায় বিষয়ক সম্পাদক আবু সাঈদ, কালীগঞ্জ উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক আব্দুর রহমান, কালীগঞ্জ উপজেলা যুবদলের সদস্য মোঃ শামীম, বাহাদুরসাদী উইনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদক মোঃ নাদিম। এছাড়াও উপস্থিত ছিলেন গাজীপুর জেলা কৃষকদলের যুগ্ম আহবায়ক মাহবুবুর রহমান, বাহাদুরসাদী ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক আনোয়ার হোসেন সহ বাহাদুরসাদী ইউনিয়নের গণ্য মান্য ব্যক্তিবর্গ এবং প্রাক্তন শিক্ষার্থীবৃন্দ।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন প্রধান শিক্ষক আইন উদ্দিন খান। প্রধান অতিথির বক্তব্যে খালেকুজ্জামান (বাবলু) বলেন, শিক্ষার্থীদেরকে প্রথমেই ভালো মানুষ হতে হবে। দেশের সেবা করতে হবে। শিক্ষকদের মান্য করতে হবে। বিশেষ অতিথির বক্তৃতায় অতিথিরা শিক্ষার্থীদের দক্ষতা উন্নয়নে এই আয়োজনের গুরুত্ব তুলে ধরেন।

অনুষ্ঠান শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। এছাড়াও এই স্কুলের প্রাক্তন কৃতি শিক্ষার্থীদের মধ্য থেকে ১০ জন কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা দেওয়া হয়।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© www.dainikonlinetalaashporbo21.com