স্টাফ রিপোর্টার-তাহমিদ খান
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম দাবি করেছেন, তৎকালীন সরকার প্রধান শেখ হাসিনা আন্দোলনে গুরুতর আহতদের চিকিৎসা সেবা বন্ধ রাখার নির্দেশ দিয়েছিলেন। রোববার (২৩ ফেব্রুয়ারি) ট্রাইব্যুনালের প্রসিকিউশন অফিসের সম্মেলন কক্ষে এক প্রেস ব্রিফিংয়ে তিনি এ তথ্য জানান।
চিফ প্রসিকিউটর বলেন, “শেখ হাসিনা পঙ্গু হাসপাতালে গিয়ে স্পষ্ট নির্দেশ দিয়েছিলেন— ‘নো ট্রিটমেন্ট, নো রিলিজ’। যা আমাদের কাছে প্রমাণসহ রয়েছে। রোগীদের পাশাপাশি হাসপাতালের চিকিৎসকরাও আমাদের এ তথ্য জানিয়েছেন।”
তিনি আরও জানান, জুলাই-আগস্ট গণঅভ্যুত্থান চলাকালে শহীদদের মৃতদেহ প্রশাসনের নির্দেশে সুরতহাল করতে দেওয়া হয়নি, এমনকি অনেকের ডেথ সার্টিফিকেটও দেয়া হয়নি। যেসব আহতরা হাসপাতালে গিয়ে শহীদ হয়েছেন, তাদের ডেথ সার্টিফিকেটে ‘গুলিতে নিহত’ এই তথ্য পর্যন্ত লেখার অনুমতি দেওয়া হয়নি।
প্রসিকিউটর আরও বলেন, “জাতিসংঘের মানবাধিকার রিপোর্টেও ইতোমধ্যে প্রকাশ হয়েছে যে, জুলাই আন্দোলনে গণহত্যা শেখ হাসিনার নির্দেশেই সংঘটিত হয়েছে।”
এই বিষয়ে এখনো তৎকালীন সরকারের পক্ষ থেকে কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।