মোঃ নাসিরউদ্দিন রাজশাহী জেলা প্রতিনিধি
রাজশাহীর তানোর উপজেলায় মাদকমুক্ত সমাজ গঠনের লক্ষ্যে এক গুরুত্বপূর্ণ আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার ২০২৫ তানোরগোল্লাপাড়া মাঠে এই সভা অনুষ্ঠিত হয়, যেখানে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ, রাজনৈতিক নেতৃবৃন্দ, প্রশাসনিক কর্মকর্তা ও সচেতন নাগরিকরা অংশগ্রহণ করেন।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তানোর পৌরসভার সাবেক মেয়র ও রাজশাহী জেলা বিএনপির সদস্য মিজানুর রহমান মিজান। তিনি তাঁর বক্তব্যে মাদকের কুফল ও এর সমাজবিধ্বংসী প্রভাব সম্পর্কে বিস্তারিত আলোচনা করেন এবং যুবসমাজকে মাদকের ছোবল থেকে রক্ষা করতে সম্মিলিত প্রচেষ্টার ওপর গুরুত্ব দেন।
এছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তানোর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মিজানুর রহমান মিজান তিনি মাদকবিরোধী কার্যক্রম জোরদার করতে সামাজিক আন্দোলনের আহ্বান জানান। বক্তারা বলেন, মাদকের বিরুদ্ধে জনসচেতনতা বৃদ্ধি করতে স্থানীয় প্রশাসন, জনপ্রতিনিধি ও সমাজের সর্বস্তরের মানুষকে একসঙ্গে কাজ করতে হবে। অনুষ্ঠানে
অংশগ্রহণকারীরা মাদকবিরোধী শপথ গ্রহণ করেন এবং তানোরকে একটি সম্পূর্ণ মাদকমুক্ত এলাকা হিসেবে গড়ে তুলতে দৃঢ় প্রতিজ্ঞা ব্যক্ত করেন।
উল্লেখ্য, তানোর উপজেলায় মাদকের বিস্তার রোধে প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনী ইতোমধ্যে বিভিন্ন কার্যক্রম পরিচালনা করছে। তবে সমাজের সর্বস্তরের মানুষের সক্রিয় অংশগ্রহণ ছাড়া মাদকের অভিশাপ দূর করা সম্ভব নয় বলে মত দেন আলোচকরা।