মোঃ নাসিরউদ্দিন রাজশাহী জেলা প্রতিনিধি
রাজশাহী জেলার পবা মোহনপুর উপজেলায় নির্বাচনে প্রার্থীরা কিছুটা জানান দিলেও সব পরি কয়েক জন এর নাম আলোচনার কেন্দ্রবিন্দুতে থাকলেও জনাব নাসির উদ্দিন অস্থির কিছুটা এগিয়ে আছেন।গত ৫ আগষ্ট এর পরবর্তী সময়ে পবা ও মোহনপুর উপজেলা নেতাকর্মীদের নিয়ে একটা শক্ত অবস্থানে আছেন নাসির উদ্দিন অস্থির। বিভিন্ন প্রকার সাহায্য সহযোগিতা হাত বৃদ্ধি করেছেন
বিভিন্ন ওয়ার্ড পর্যায়ের গিয়ে দেখা মিলেছে তার সুনামের কথা
নাম প্রকাশে এক কর্মী তাহার উপকৃত হবার কথা উল্লেখ করে বলেন উনার সহযোগিতায় আমি প্রশাসনিক ভাবে উপকৃত হয়েছি।তাছাড়া দুই উপজেলা তাহার সুনামের কথা।
পারিবারিক ভাবে নাসির উদ্দিন অস্থির উত্তরবঙ্গের বিএনপির বীরপুরুষ সাবেক এমপি সাবেক মন্ত্রী মরহুম অ্যাডভোকেট কবির হোসেন সন্তান জনাব মোঃ নাসির হোসেন অস্থি্র ।কবির হোসেন বিগত সময়ে রাজশাহীর একটি উজ্জ্বল নক্ষত্র।তাহার পিতা উত্তররাদিকার সূত্রে নাসির উদ্দিন অস্থির কিছুটা এগিয়ে আছে অন্যদের চেয়ে জন্য সবাই দোয়া করবেন এবং তার পরিবারের জন্য দোয়া করবেন আল্লাহ যেন তাকে এবং তার পরিবারকে সর্বদাই সুস্থ রাখে সে যেন আমাদের দেশ এবং দেশের মানুষের সেবা করতে