1. live@www.dainikonlinetalaashporbo21.com : news online : news online
  2. info@www.dainikonlinetalaashporbo21.com : দৈনিক অনলাইন তালাশ পর্ব ২১ :
রবিবার, ২৫ মে ২০২৫, ০৮:৩৬ অপরাহ্ন
সর্বশেষ :
চন্দনাইশ পৌরসভা ৮নং ওয়ার্ড সাধারণ সম্পাদকের বড় ভাইয়ের সহধর্মিণী ও গনতান্ত্রিক ছাত্রদল ৮নং সাধারণ সম্পাদকের মমতাময়ী আম্মার মৃত্যুতে শোক প্রকাশ  বান্দরবানে মারাইংতং এ বৌদ্ধ জাদীর মূর্তি ভাংচুর লামায় পুলিশের অভিযানে আগ্নেয়াস্ত্র, ডাকাতির সরঞ্জাম, নগদ টাকা উদ্ধার ও মাস্টারমাইন্ড করিম গ্রেফতার ঝগড়ার জেরে ঘুমন্ত বড় ভাইকে ছোট ভাই স্ত্রী সহ মিলে খুন  কালীগঞ্জ সদর ইউনিয়ন এর সাবেক চেয়ারম্যান আজাদ ফারুক উদ্দিন আহমেদের জানাজার নামাজে হাজার হাজার মুসল্লীর ঢল থানচিতে ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেফতার  কলেজছাত্র সাব্বির হত্যার খুনিদের গ্রেফতারে ৭২ ঘণ্টার আল্টিমেটাম, থানার সামনে এলাকাবাসীর বিক্ষোভ শেখ হাসিনার ঘনিষ্ট সহচর প্রমাণ হওয়ার পরও বহাল তবিয়তেই আছেন এনআরবি ইসলামী লাইফের চেয়ারম্যান কিবরিয়া ও তার স্ত্রী হোসনে আরা  বান্দারবানে গোপন সংবাদের ভিত্তিতে পুলিশের অভিযানে 8 রোহিঙ্গাকে গ্রেফতার সমুদ্র সৈকতে ফায়ার সার্ভিস সদস্যদের প্রশিক্ষণ দিলো আমেরিকান সেনা ও বিমানবাহিনী

পটুয়াখালীতে শিক্ষকদের কাছ থেকে চাঁদা তুলে বিলাশী ভ্রমনে শিক্ষা কর্মকর্তারা

স্টাফ রিপোর্টার
  • প্রকাশিত: শনিবার, ১ মার্চ, ২০২৫
  • ৪৩ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার।

পটুয়াখালীতে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের কাছ থেকে চাঁদা তুলে বিলাসী ভ্রমণে মেতেছেন জেলা ও উপজেলা প্রাথ‌মিক শিক্ষা কর্মকর্তারা।

তাদের ফেইসবুক আইডি থেকে ভ্রমণের ছবি প্রকাশ করেছেন প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষা কর্মকর্তারা। সাংবাদিকেরা বক্তব্যের জন্য ফোন দেয়ার পরে এসব ছবি মুছে ফেলেন তারা

ওই ছবিতে দেখা যায়, পটুয়াখালী জেলা প্রাথ‌মিক শিক্ষা কর্মকর্তা মোল্লা বক্তিয়ার রহমান, সহকারী জেলা প্রাথ‌মিক শিক্ষা কর্মকর্তা ‌মো. ম‌ফিজুল ইসলাম, গলা‌চিপা উপজেলা প্রাথ‌মিক শিক্ষা কর্মকর্তা মো. স‌গির, গলা‌চিপা উপজেলা সহকা‌রী শিক্ষা কর্মকর্তা কামাল হোসেন, রাঙ্গাবালী উপজেলা প্রাথ‌মিক শিক্ষা কর্মকর্তা দেবাশীষ ঘোষ, রাঙ্গাবালী উপজেলা সহকারী প্রাথ‌মিক শিক্ষা কর্মকর্তা বায়ে‌জিদ ইসলাম, মো. আল মামুনসহ রাঙ্গাবালী উপজেলার অধিকাংশ প্রাথ‌মিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকরা বিলাসী ভ্রমণে মেতেছেন।

 

পরবর্তীতে জেলা ও উপজেলা শিক্ষা অফিসারদের নির্দেশে বিদ্যালয় ভবনেই হয় অফিসারদের থাকার ব্যবস্থা। উপজেলার মৌডুবী হাই এ সরকা‌রি প্রাথ‌মিক বিদ্যালয়, ৫৩ নম্বর বাইলাবু‌নিয়া সরকা‌রি প্রাথ‌মিক বিদ্যালয় ও ৫১ নম্বর মৌডুবী মুখরবান্দা সরকা‌রি প্রাথ‌মিক বিদ্যালয়ে শিক্ষা অফিসার ও শিক্ষকদের রাত্রি যাপনের ব্যবস্থা করা হয়। ট্রলারে সোমবার (২৪ ফেব্রুয়ারি) সকালে বিভিন্ন স্পটে ভ্রমণ শেষে দুপুরে চর তুফা‌নিয়ায় আয়োজন করা হয় ভুরি‌ভোজের।

 

এ বিষয়ে জানতে চাইলে নাম প্রকাশ না করার শর্তে রাঙ্গাবালী উপজেলার একজন প্রধান শিক্ষিকা বলেন, স্যারেরা ভ্রমণে রাঙ্গাবালী আসবেন বিষয়টি আমাদেরকে আগেই জানানো হয়েছে। তাদের নাস্তা ও যাতায়াতের জন্য প্রতি বিদ্যালয়ে ৪/৫ হাজার টাকা করে চাঁদা নির্ধারণ করা হয়েছে। আমার বিদ্যালয়ের পক্ষ থেকে চার হাজার টাকা দেওয়া হয়।

 

কে এই চাঁদা নির্ধারণ করেছেন জানতে চাইলে তিনি বলেন, চাঁদার বিষয়টি সামনে আসলে, সব বিদ্যালয়ের প্রধান শিক্ষকরা এক জায়গায় বসে আলাপ আলোচনা করে প্রতি স্কুল থেকে ৪ হাজার টাকা দেওয়ার সিদ্ধান্ত নেয়া হয়। তারা গত রোববার আসছেন, এখন পর্যন্ত ভ্রমণে তুফা‌নিয়ায় আছেন।

 

অন্য এক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বলেন, আমরা শিক্ষা অফিসের কা‌ছে অসহায়। তারা যেভাবে চান সেভাবেই আমা‌দের চলতে হয়। বাধ্য হয়ে তাদের চাহিদা অনুযায়ী গতকাল ৪ হাজার টাকা চাঁদা দিতে হ‌য়েছে। আমাদের বিদ্যালয়ের প্রধান শিক্ষকরা তাদের সঙ্গে ভ্রমণে গেছেন। এতে শিক্ষার্থীদের পাঠদান ব্যাহত হচ্ছে।

 

স্থানীয় সূত্রে জানা যায়, পটুয়াখালী ও জেলার বিভিন্ন উপজেলার প্রাথ‌মিক শিক্ষা কর্মকর্তাদের চা-নাস্তা ও যাতায়াত খরচের জন্য প্রত্যেক প্রাথ‌মিক বিদ্যালয় থেকে ৪/৫ হাজার টাকা করে চাঁদা নির্ধারণ করে দেন রাঙ্গাবালী উপজেলা প্রাথ‌মিক শিক্ষা অফিসার।

 

রাঙ্গাবালী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক বদরুল মুনির অপু বলেন, আমরা চা-নাস্তা করিয়েছি, এতে খরচ হয়েছে। এটা ভিন্ন ব্যাপার বলে এড়িয়ে যান তিনি।

 

রাঙ্গাবালী উপজেলা প্রাথ‌মিক শিক্ষা কর্মকর্তা দেবাশীষ ঘোষ বলেন, জেলা প্রাথ‌মিক শিক্ষা অফিসার মহোদয় পরিদর্শনে এসেছেন। আমরা কোথায় ঘুরতে যাইনি। আমরা কারও কাছ থেকে টাকা পয়সা নেইনি।

 

এসব বিষ‌য়ে জানতে চাইলে পটুয়াখালী জেলা প্রাথ‌মিক শিক্ষা কর্মকর্তা মোল্লা বক্তিয়ার রহমান বলেন, আমিসহ কর্মকর্তারা সমন্বিত প‌রিদর্শনে রাঙ্গাবালী গিয়েছিলাম।

 

ভ্রমণ ও চাঁদার বিষয় জানতে চাইলে তিনি বলেন, কোথাও ভ্রমণে যাইনি এবং টাকা পয়সা নেইনি। আর কেউ টাকা নিয়ে থাকলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।

 

পটুয়াখালী জেলা প্রশাসক আবু হাসনাত মোহাম্মদ আরেফিন বলেন, এব্যাপারে কোন অভিযোগ পাইনি এখন শুনলাম খোঁজ খবর নিয়ে ব্যবস্থা নেয়া হবে।

 

উল্লেখ্য, রাঙ্গাবালী উপজেলায় মোট ৭১‌টি প্রাথ‌মিক বিদ্যালয় রয়েছে। প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের নির্দেশে সমন্বিত বিদ্যালয় প‌রিদর্শনের কথা রয়েছে সংশ্লিষ্ট কর্মকর্তাদের।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© www.dainikonlinetalaashporbo21.com