ফয়েজ আহম্মেদ শাওন বানারীপাড়া প্রতিনিধি
বরিশালের বানারীপাড়া উপজেলার ইসলামী আন্দোলন বাংলাদেশ বানারীপাড়া উপজেলা শাখার উদ্যোগে পবিত্র মাহে রমজানকে স্বাগত জানিয়ে বর্ণাঢ্য র্যালি অনুষ্ঠিত হয়েছে।
১ মার্চ শনিবার সকাল ১০ ঘটিকায় ইসলামী আন্দোলন বাংলাদেশ বানারীপাড়া উপজেলা শাখার সভাপতি মাওলানা শিহাব উদ্দিন আহমেদ এর নেতৃত্বে র্যালিটি বানারীপাড়া ফেরিঘাট থেকে শুরু হয়ে সদরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে বানারীপাড়া বাসস্ট্যান্ড এ এসে এক সংক্ষিপ্ত পথসভায় মিলিত হয়।
এসময়ে বক্তব্য রাখেন ইসলামী আন্দোলন বাংলাদেশ বানারীপাড়া উপজেলা শাখার সভাপতি মাওলানা শিহাব উদ্দিন আহমেদ , উপস্থিত ছিলেন, ইসলামী আন্দোলন বানারীপাড়া পৌর সভাপতি মোঃ জলিছ মাহমুদ মৃধা, ইসলামী শ্রমিক আন্দোলন উপজেলা সভাপতি মোঃ শাহজালাল, ইসলামী যুব আন্দোলন উপজেলা সভাপতি হাফেজ মুহাম্মদ শামীম হাসান, ইসলামী ছাত্র আন্দোলন উপজেলা সভাপতি মোঃ আতিকুল ইসলাম।
এ সময় বক্তারা বলেন, রমজান মাস মুসলিম উম্মাহর জন্য অত্যন্ত পবিত্র ও গুরুত্বপূর্ণ একটি সময়। এই মাসে আমরা সকল প্রকার অশ্লীলতা ও পাপাচার থেকে দূরে থাকব এবং আল্লাহর ইবাদতে মশগুল হব। রমজানের পবিত্রতা রক্ষা ও সামাজিক শান্তি বজায় রাখার জন্য সকলের প্রতি আহ্বান জানান বক্তারা। এছাড়াও রমজান মাসে দ্রব্যমূল্য স্থিতিশীল রাখার জন্য সরকারের প্রতি জোর দাবি জানান তারা।