মিরসরাই প্রতিনিধি
করেরহাট বাজার কমিটির সর্বোচ্চ সহযোগিতায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সদস্যরা ছয় দফা দাবি বাস্তবায়নের লক্ষ্যে করেরহাট বাজারে লিফলেট বিতরণ ও বাজার মনিটরিং কার্যক্রম পরিচালনা করেছেন।
বৈষম্য বিরোধী শিক্ষার্থীদের উদ্যোগে আয়োজিত এই কর্মসূচিতে ব্যবসায়ীদের ন্যায্য মূল্য নির্ধারণ ও বাজারের শৃঙ্খলা বজায় রাখার আহ্বান জানানো হয়। বাজারের বিভিন্ন স্থানে বিশেষভাবে সবজি বাজার, মুদির দোকান ও মাছ বাজার তদারকি করা হয়, যাতে ব্যবসায়ীরা নির্ধারিত মূল্য তালিকা অনুসরণ করেন এবং বাজার ব্যবস্থাপনা স্বচ্ছ থাকে।
এই সময় উপস্থিত ছিলেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সদস্য তাহমিদ খান, মনির হোসেন, সাইমনসহ অন্যান্য সক্রিয় সদস্যরা। এছাড়াও জাতীয় নাগরিক কমিটির মিরসরাই প্রতিনিধি মিরজাদা সোহেল, করেরহাট বাজার কমিটির আহ্বায়ক জিয়াউল করিম, সদস্য রনি, জিয়াউদ্দিনসহ আরও অনেকে কর্মসূচিতে অংশগ্রহণ করেন।
বাজার কমিটি ও সংশ্লিষ্ট সংগঠনের পক্ষ থেকে জানানো হয়েছে যে, বাজারের শৃঙ্খলা ও ন্যায্য মূল্য নিশ্চিত করতে ভবিষ্যতেও এই ধরনের মনিটরিং কার্যক্রম অব্যাহত থাকবে