1. live@www.dainikonlinetalaashporbo21.com : news online : news online
  2. info@www.dainikonlinetalaashporbo21.com : দৈনিক অনলাইন তালাশ পর্ব ২১ :
বৃহস্পতিবার, ২৩ অক্টোবর ২০২৫, ০১:৪৯ পূর্বাহ্ন
সর্বশেষ :
৪ থানার ওসি পদে রদবদল সারাদেশ সহ রাজশাহীতে ক্ষতিগ্রস্ত পান চাষী, পানের দাম বৃদ্ধির জন্য সরকারের প্রতি আহ্বান রংপুরের পত্রিকা বিক্রেতার মেয়ে এইচএসসিতে জিপিএ-৫ লাভ। গাজীপুরে অর্থ আত্মসাধ মামলায় আত্মসমর্পণ করে বিএনপি নেতা ও সাবেক নির্বাহী প্রকৌশলীসহ তিনজন কারাগারে  পূবাইলে কৃষি জমি ও পুকুর বালি ভরাটের অভিযোগে ২ লাখ টাকা জরিমানা রংপুরে সাত দফা দাবি আদায়ে রংপুরে বাংলাদেশ আদর্শ শিক্ষক ফেডারেশনের বিক্ষোভ মিছিল, সমাবেশ ও স্মারকলিপি প্রদান কালীগঞ্জে ভ্রাম্যমান আদালতের ৩ লাখ ৫০ হাজার টাকা জরিমানা কালীগঞ্জে ছদ্মবেশে অপহরণ, নারী গ্রেফতার বিজিবির যৌথ অভিযানে অস্ত্র গোলাবারুদসহ আটক দুই কর্ণফুলীতে শিকলবাহা ইউনিয়ন পরিষদে রহস্যময় চুরি টাকা অক্ষত, নিয়ে গেল মনিটর ও হার্ডডিস্ক

রাজশাহীতে ভরাট হওয়া পুকুর আগের অবস্থায় ফিরিয়ে আনার উদ্যোগ প্রশাসনের

মোঃ নাসির উদ্দিন রাজশাহী জেলা প্রতিনিধি 
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ৬ মার্চ, ২০২৫
  • ১৭৭ বার পড়া হয়েছে

মোঃ নাসির উদ্দিন রাজশাহী জেলা প্রতিনিধি

রাজশাহী নগরীর ঘোষপাড়া মোড় এলাকায় ভরাট হওয়া একটি পুকুর আগের অবস্থায় ফিরিয়ে আনার কার্যক্রম শুরু করেছে প্রশাসন। নগরের বোয়ালিয়া থানা ভূমি অফিসের সহকারী কমিশনার (ভূমি) অভিজিৎ সরকার বৃহস্পতিবার (৬ মার্চ) সকালে শ্রমিকদের নিয়ে এই উদ্ধার কার্যক্রম শুরু করেন।

প্রায় সাড়ে ৩ বিভ্যঘা আয়তনের এই পুকুরটি ‘জোড়া পুকুর’ নামে পরিচিত এবং এটি বোয়ালিয়া মৌজায় অবস্থিত। যদিও এটি ব্যক্তিমালিকানাধীন, তবে রাজশাহী সিটি কর্পোরেশনের সংরক্ষণের তালিকায়ও রয়েছে। স্থানীয় অংশীদারদের সঙ্গে চুক্তি করে ঠিকাদার হিকু সম্প্রতি পুকুরটি ভরাটের কাজ শুরু করেছিলেন।

একসময় রাজশাহীতে অসংখ্য পুকুর ছিল, কিন্তু অধিকাংশই এখন ভরাট হয়ে গেছে। ২০১৪ সালে হিউম্যান রাইটস অ্যান্ড পিস ফর বাংলাদেশ সংগঠন হাইকোর্টে রিট করলে, বোয়ালিয়া ভূমি কার্যালয় ৯৫২টি পুকুরের অস্তিত্ব চিহ্নিত করে। ২০২২ সালের ৮ আগস্ট হাইকোর্ট রাজশাহীর সব পুকুর সংরক্ষণ ও ভরাট হওয়া পুকুরগুলো পুনরুদ্ধারের নির্দেশ দেন। তবে এতদিনেও একটি পুকুরও আগের অবস্থায় ফিরিয়ে আনা হয়নি।

এ অবস্থায় ঘোষপাড়া ফকিরপাড়া মহল্লার এই পুকুরটি পুনরুদ্ধারের উদ্যোগ নেওয়ায় এলাকাবাসী ও পরিবেশবাদীদের মধ্যে স্বস্তি দেখা দিয়েছে।

বৃহস্পতিবার সকালে সরেজমিনে দেখা যায়, পূর্ব ও পশ্চিম প্রান্ত থেকে পুকুরটি ভরাট করা হয়েছিল। বর্তমানে দুই প্রান্তে ২১ জন শ্রমিক উদ্ধার কার্যক্রম চালিয়ে যাচ্ছেন। তারা পুকুরে ফেলা মাটি কেটে পাড়ে তুলছেন।

পুকুরের সামনে একটি নোটিশ টাঙানো হয়েছে, যাতে লেখা—“এই পুকুর ভরাট করা নিষিদ্ধ। ময়লা-আবর্জনাসহ অন্য যেকোনোভাবে পুকুর ভরাট করা হলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। আদেশক্রমে সহকারী কমিশনার, বোয়ালিয়া, রাজশাহী।

শ্রমিকদের সর্দার রেজাউল করিম বলেন, “সকালে এসিল্যান্ড স্যার এসে মাপজোখ করে দেখিয়ে দিয়েছেন, কত দূর পর্যন্ত মাটি কেটে তুলতে হবে। আমরা সেই অনুযায়ী কাজ করছি।”

ভূমি অফিসের কর্মচারীরা জানান, পুকুরটির আয়তন প্রায় সাড়ে তিন বিঘা। এর মধ্যে দুই পাড়ে প্রায় ১০ কাঠা ভরাট করে ফেলা হয়েছিল। প্রশাসন খতিয়ান অনুযায়ী মূল পুকুরের জায়গা উদ্ধার করবে এবং সেই মাটি পাড়ের অংশে ফেলা হবে।

বোয়ালিয়া থানা ভূমি অফিসের সহকারী কমিশনার (ভূমি) অভিজিৎ সরকার বলেন, “স্থানীয়রা আমাদের জানান যে পুকুরটি ভরাট হচ্ছে। তাই আমরা দ্রুত ব্যবস্থা নিয়েছি। পুকুর ভরাটের বিষয়ে ভবিষ্যতেও কঠোর পদক্ষেপ নেওয়া হবে।”

রাজশাহীর পরিবেশবাদীরা মনে করছেন, প্রশাসনের এই পদক্ষেপ নগরীর অন্যান্য ভরাট হওয়া পুকুর পুনরুদ্ধারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। তারা আশা করছেন, হাইকোর্টের নির্দেশনা অনুযায়ী বাকি পুকুরগুলোও সংরক্ষণ ও পুনরুদ্ধার করা হবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© www.dainikonlinetalaashporbo21.com