মিরসরাই প্রতিনিধি
পবিত্র রমজান মাসে বাজার স্থিতিশীলতা নিশ্চিত করতে বারইয়ারহাট পৌরসভার বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সদস্যরা ছয় দফা দাবি বাস্তবায়নের লক্ষ্যে লিফলেট বিতরণ ও বাজার মনিটরিং কার্যক্রম পরিচালনা করেছেন।
এই কর্মসূচির অংশ হিসেবে তারা বারইয়ারহাটের সবজি বাজার, মুরগির বাজার, গরুর মাংসের দোকান ও মুদির দোকানগুলোতে মনিটরিং করেন। ব্যবসায়ীদের নিয়মিত মূল্য তালিকা প্রদর্শন, ওজনে কারচুপি না করা, ভেজাল পণ্য বিক্রি থেকে বিরত থাকা এবং অন্যান্য নৈতিক ব্যবসায়িক কার্যক্রম পালনের নির্দেশনা প্রদান করেন।
কর্মসূচিতে উপস্থিত ছিলেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন মিরসরাই উপজেলার সদস্য তাহমিদ খান, রবিন, আহসান হাবীব, সায়মনসহ অন্যান্য নেতৃবৃন্দ।
বাজারের স্থিতিশীলতা ও ন্যায্য মূল্য নিশ্চিত করতে তাদের এই উদ্যোগ প্রশংসিত হয়েছে। স্থানীয় প্রশাসন ও সাধারণ জনগণ এই কার্যক্রমকে স্বাগত জানিয়েছে এবং ভবিষ্যতেও এ ধরনের মনিটরিং কার্যক্রম অব্যাহত রাখার আহ্বান জানিয়েছে।