মোঃ শহিদুল ইসলাম শহীদঃ
সাঙ্গু নদী থেকে অবৈধভাবে বালি উত্তোলন পরিবেশ ধ্বংস হয় এমন কর্মকান্ডের বিরুদ্ধে তৎপর লক্ষ্য করা গেছে।
তার অংশ হিসেবে ৮ই মার্চ ২০২৫,আনুমানিক দুপুর দুইটার টার দিকে উপজেলার ৩ নং থানচি সদর ইউনিয়নের চার নম্বর ওয়ার্ডের অন্তর্গত নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আব্দুল্লাহ আল ফয়সালের নেতৃত্বে, থানচি থানা পুলিশের সার্বিক সহযোগিতায় সাঙ্গু নদী হতে অবৈধভাবে বালি উত্তোলনকারীকে নগদ ৫০হাজার টাকা জরিমানা করা হয়।
উপরোক্ত বিষয়ে জানতে চাইলে সত্যতা নিশ্চিত করে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আব্দুল্লাহ আল ফয়সাল বলেন বালি মহাল ও মাটি ব্যবস্থাপনা আইন ২০১০ অনুযায়ী বালি উত্তোলন কাজে জড়িত উক্যমং মারমা (৪৬)কে নগদ ৫০হাজার টাকা জরিমানা করা হয়েছে।