মোঃ নাসির উদ্দিন রাজশাহী জেলা প্রতিনিধি
রাজশাহীর বাঘা উপজেলার দিঘা আঠালিয়া এলাকায় সড়কে বালিবাহী ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ভ্যানে থাকা এক শিশু আরোহী নিহত হয়েছেন।
মঙ্গলবার (১১ মার্চ) বাঘা উপজেলার বাউসা ইউনিয়নের দিঘা আঠালিয়া এলাকায় সকাল ৮ টার দিকে এ ঘটনা ঘটে।
নিহত শিশু হলো, রাজশাহীর চারঘাট উপজেলার ডাকরা পাগলপাড়া গ্রামের মুঞ্জিল হোসেনের ছেলে জামিল হোসেন (৫)। ঘটনাস্থলে শিশুটি মা রওশনারা বেগমের বাম হাত ভেঙ্গে গুরুত্বর আহত হন। পরে স্থানীয়রা রওশনারা বেগমকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। ট্রাকসহ চালককে আটক করা হয়েছে। যার নম্বর রাজমেট্রো- ড-১১ -০১৭৮।
নিহতের পিতা মুঞ্জিল হোসেন জানান, রমজানের প্রথমদিন ভাই-বোন বাড়িতে খেলতে গিয়ে ছেলে জামিলের গলার কলারবন্ডের হাড় ভেঙ্গে যায়। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়। পরে মঙ্গলবার সকালে ৬টার দিকে তারা স্বামী-স্ত্রী নিজের ভ্যানযোগে নাটোরের লালপুর উপজেলার গোপালপুর গবরগাড়ি গ্রামে কবিরাজের বাড়িতে যাচ্ছিলেন। এ সময় ভ্যানটি বাঘা উপজেলার দিঘা আঠালিয়া জামাল ম্যানেজারের বাড়ি কাছে পৌঁছালে লালপুর এলাকা থেকে ছেড়ে আসা বালিবোঝাই একটি ট্রাকটি ভ্যানটিকে ধাক্কা দিলে ভ্যানে মায়ের কোলে থাকা শিশু আরোহী জামিল হোসেন ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলে মারা যায়। স্ত্রী রওশনারা বেগম গুরুতর আহত হন।
বাঘা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আ ফ ম আছাদুজ্জামান বলেন, ঘটনাস্থনে পুলিশ পাঠানো হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।