মোঃ নাসির উদ্দিন রাজশাহী জেলা
রাজশাহীর মোহনপুুরে সইপাড়া হতে তুলশিক্ষেত্র সড়কের সাবেক সংসদ আয়েন উদ্দিনের পুকুরের পূর্বপ্বার্শে বক্সকালভার্টের দক্ষিণপাশের বিলকুমারি বিলের ডোবায় মস্তক বিহীন লাশ ভাসছে।
খবর পেয়ে ঘটনাস্থলে মোহনপুর থানা পুলিশের টিম লাশটি উদ্ধারে কাজ করছে। ঘটনার বর্ননা মতে গত এক সপ্তাহ আগে ধূর ইল ইউনিয়ন এর ধৃর ইল গ্রাম এর আলতাব আলী লাশ মনে করছে এলাকাবাসী বাসি।গত রবিবার রাতে আলতাব আলী ধানের জমিতে পানি নিতে গিয়ে আর ফিরে আসেনি। তবে সেই জমির আসে পাশে মানুষের মগজ আকৃতির কিছু অনুভব করে মানুষ। পরবর্তীতে আজকে মোহনপুর উপজেলায় ঘাসিগাম ইউনিয়নে বিল কুমারী বিলে মস্তকবিহীন লাশ উদ্ধার করে পুলিশ