আবুল কালাম চট্টগ্রাম
চট্টগ্রামের বাণিজ্যর নগরীর চাক্তাইয়ে সেমাই তরী কারখানা সহ চারটি প্রতিষ্ঠানে অভিযান পরিচালনায় জাতীয় ভোক্তা অধিকার এই সময় দেখা যায় নোংরা অস্বাস্থ্যকর পরিবেশে সেমাই তৈরিসহ নানা অপরাধে ২ লাখ ৮০ হাজার টাকা জরিমানা গুনতে হলো সেমাই তৈরি কারখানা সহ কারখানাসহ চার প্রতিষ্ঠানকে।
সোমবার (১৭ মার্চ) দুপুরে এনএসআইয়ের তথ্যের ভিত্তিতে চাক্তাই এলাকার মোস্তফা সেমাই কারখানায় এ অভিযান পরিচালনা করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
মোহাম্মদ ফয়েজ উল্লাহ বলেন, মোস্তফা কারখানায় গিয়ে দেখি অস্বাস্থ্যকর পরিবেশে তারা সেমাই উৎপাদন করছে। সেমাই তৈরির উপকরণে তেলাপোকা পাওয়া যায়। নামিদামি এ প্রতিষ্ঠান হলেও পণ্য উৎপাদনে বেশ অবহেলা করছে। এ অপরাধে তাদের ১ লাখ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এছাড়া অস্বাস্থ্যকর পরিবেশে সেমাই উৎপাদন ও খোলা রোদে শুকানোসহ বিভিন্ন অপরাধে রফিক ফুড প্রোডাক্টসকে ১ লাখ টাকা, মেসার্স এমরান সেমাই ফ্যাক্টরিকে ৪০ হাজার টাকা এবং মেসার্স আবদুর রহিম সেমাই ফ্যাক্টরিকে ৪০ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়াও জরিমানার পাশাপাশি তাদেরকে সতর্কতা করা হয়।
অভিযান পরিচালনা করেন অধিদপ্তরের উপপরিচালক মোহাম্মদ ফয়েজ উল্লাহ, সহকারী পরিচালক আনিসুর রহমান এবং সহকারী পরিচালক রানা দেব নাথ।