মোঃ নাসির উদ্দিন রাজশাহী জেলা প্রতিনিধি
,,রাজশাহী মহানগরীর আমচত্বর খড়খড়ি রোডে আজ ভোরে ৩টি ট্রাকের সংঘর্ষে৩ জন আহত ।এদের মধ্যে ১জনের মুমুর্ষ অবস্থায় মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে । ঘটনা বর্ননা মতে আজকে ১১ টার সময় রাজশাহী বাইপাস সড়ক দুর্ঘটনা শিকার হন দুই লরি।একটি লরি মালামাল ছিল আরেকটিতে খালি ছিল। বিপরীত দিক থেকে মুখোমুখি সংঘর্ষে একটি লরি রাস্তায় পাশে উল্টে যায়।
আরোকটি লরি সামনে বডি দুমড়ে মুচড়ে যায়। এতে চালক সহ হেল্পার গুরুতর আহত অবস্থায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এদের মধ্যে দুই জনের আবস্থায় খুবই মারাত্মক ও সংকট পুনঃ।