মোঃ নাসির উদ্দিন রাজশাহী জেলা প্রতিনিধি
রাজশাহী মহানগরীর উত্তর নওদাপাড়া কালুর মোড় এলাকায় শ্যালকের হাঁসুয়ার কোপে দুলাভাই নিহত হয়েছেন।নিহত রুহুল আমিন একই এলাকার নজরুল ইসলামের ছেলে।
শনিবার (২২ মার্চ) সকাল ১১ টার দিকে নগরীর শাহমখদুম থানাধীন এলাকায় এ ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, জমি মাপ-জোখকে কেন্দ্র করে রুহুল আমিন ও তার শ্যালক মো. মিন্টুর মধ্যে কথা কাটাকাটি হচ্ছিল একপর্যায়ে মিন্টু হাঁসুয়া দিয়ে রুহুল আমিনের গলা ও হাতে আঘাত করেন।এতে রুহুল আমিন গুরুত্বর আহত হলে তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়।এ সময় হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এ বিষয়ে শাহমখদুম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাসুমা মোস্তারিন বলেন, ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হয়েছে।অভিযোগ পেলে পরবর্তীতে আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে।