মিরসরাই প্রতিনিধি:
মিরসরাই উপজেলা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের উদ্যোগে পবিত্র রমজান মাস উপলক্ষে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। এতে মিরসরাইয়ের জুলাই যোদ্ধাদের একাংশের অংশগ্রহণে ইফতার ও দোয়া মাহফিল সম্পন্ন হয়।
অনুষ্ঠানে জুলাই বিপ্লবের আদর্শকে ধারণ করে বৈষম্য বিরোধী আন্দোলনকে শক্তিশালী করার আহ্বান জানানো হয়। দোয়া মাহফিলে জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সকলের জন্য শান্তি ও সমৃদ্ধি কামনা করা হয়।
উপস্থিত অতিথিরা বৈষম্য মুক্ত সমাজ গঠনে ছাত্র আন্দোলনের ভূমিকা নিয়ে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন। এছাড়া জুলাই বিপ্লবের চেতনা ও আন্দোলনের ধারা অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করা হয়।