মোঃ নাসির উদ্দিন রাজশাহী জেলা প্রতিনিধি
শাপলা_গ্রাম_উন্নয়ন_সংস্থার_উর্ধ্বতন_স্টাফদের_সাথে_সমাজসেবার_মতবিনিময়_সভা_অনুষ্ঠিত..
২২ মার্চ ২০২৫ রোজ শনিবার, শাপলা গ্রাম উন্নয়ন সংস্থার উর্ধ্বতন স্টাফদের সাথে সমাজসেবা অধিদফতরের কর্মকর্তাদের এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এ উপলক্ষে সংস্থার প্রধান কার্যালয়ের কনফারেন্স হলরুমে মতবিনিময় সভার আয়োজন করা হয়।
সংস্থার প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক জনাব মো: মোহসিন আলী এর সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব আইয়ুব খান, উপ-পরিচালক (নিবন্ধন), সমাজসেবা অধিদফতর, ঢাকা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব মনিরা খাতুন,উপ-পরিচালক, সমাজসেবা অধিদফতর, রাজশাহী এবং জনাব মাতিনুর রহমান, রেজিস্ট্রেশন অফিসার, সমাজসেবা অধিদফতর। এছাড়াও সংস্থার প্রধান কার্যালয়ের সকল স্টাফগণ উপস্থিত ছিলেন।
সভায় সমাজসেবার বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয় এবং সংস্থার উন্নয়নমূলক কর্মকাণ্ডের ভবিষ্যৎ পরিকল্পনা উপস্থাপন করা হয়।