1. live@www.dainikonlinetalaashporbo21.com : news online : news online
  2. info@www.dainikonlinetalaashporbo21.com : দৈনিক অনলাইন তালাশ পর্ব ২১ :
রবিবার, ২৫ মে ২০২৫, ০৩:৪৭ অপরাহ্ন
সর্বশেষ :
চন্দনাইশ পৌরসভা ৮নং ওয়ার্ড সাধারণ সম্পাদকের বড় ভাইয়ের সহধর্মিণী ও গনতান্ত্রিক ছাত্রদল ৮নং সাধারণ সম্পাদকের মমতাময়ী আম্মার মৃত্যুতে শোক প্রকাশ  বান্দরবানে মারাইংতং এ বৌদ্ধ জাদীর মূর্তি ভাংচুর লামায় পুলিশের অভিযানে আগ্নেয়াস্ত্র, ডাকাতির সরঞ্জাম, নগদ টাকা উদ্ধার ও মাস্টারমাইন্ড করিম গ্রেফতার ঝগড়ার জেরে ঘুমন্ত বড় ভাইকে ছোট ভাই স্ত্রী সহ মিলে খুন  কালীগঞ্জ সদর ইউনিয়ন এর সাবেক চেয়ারম্যান আজাদ ফারুক উদ্দিন আহমেদের জানাজার নামাজে হাজার হাজার মুসল্লীর ঢল থানচিতে ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেফতার  কলেজছাত্র সাব্বির হত্যার খুনিদের গ্রেফতারে ৭২ ঘণ্টার আল্টিমেটাম, থানার সামনে এলাকাবাসীর বিক্ষোভ শেখ হাসিনার ঘনিষ্ট সহচর প্রমাণ হওয়ার পরও বহাল তবিয়তেই আছেন এনআরবি ইসলামী লাইফের চেয়ারম্যান কিবরিয়া ও তার স্ত্রী হোসনে আরা  বান্দারবানে গোপন সংবাদের ভিত্তিতে পুলিশের অভিযানে 8 রোহিঙ্গাকে গ্রেফতার সমুদ্র সৈকতে ফায়ার সার্ভিস সদস্যদের প্রশিক্ষণ দিলো আমেরিকান সেনা ও বিমানবাহিনী

রাজশাহী ডিবি পুলিশের ৬ সদস্য গ্রেপ্তার

মোঃ নাসির উদ্দিন ক্রাইম রিপোর্টার
  • প্রকাশিত: সোমবার, ২৪ মার্চ, ২০২৫
  • ৪২ বার পড়া হয়েছে

মোঃ নাসির উদ্দিন ক্রাইম রিপোর্টার

২৪ মার্চ দিবাগত রাত ০০.৩০-০৪টা পর্যন্ত বগুড়া জেলার নন্দীগ্রাম উপজেলার কুন্দারহাট হাইওয়ে থানা পুলিশ শাজাহানপুর থানাধীন খরনা ইউনিয়ন বীরগ্রাম নামকস্থানে অভিযান পরিচালনা করে ডিবি (আরএমপি) তে কর্মরত ৬ সদস্যকে গ্রেফতার করেছে।

গ্রেফতারকৃতরা হলেনঃ
ক। (বিপি-৮৫০৮১২৩৪১২) এসআই শাহীন মোহাম্মদ অনু ইসলাম।
খ। (বিপি-৯৫১৫১৭৮৭৮৭) কনস্টেবল রিপন মিয়া।
গ। (বিপি-৯৬১৫১৭৪৯০১) কনস্টেবল আবুল কালাম আজাদ।
ঘ। (বিপি-৯৩১১১৪২০০৩) কনস্টেবল মোঃ মাহবুর আলম।
ঙ। (বিপি-৯৩১২১৪৯০২২) কনস্টেবল মো: বাশির আলী ও
চ। সিভিল ড্রাইভার মোঃ মেহেদী হাসানকে গ্রেপ্তার করা হয়।

এ সময় তাদের নিকট হতে দুই লক্ষ টাকা, ০১ টি ওয়াকিটকি, ০১ টি হ্যান্ডকাফ, ০৭ টি মোবাইল ফোন উদ্ধার করা হয়।

জানা যায়, বগুড়া জেলার ধুনট থানার দিগলকান্দি এলাকার রাব্বি (১৯) পিতা – সেলিম শেখ ও জাহাঙ্গীর(২৪) পিতা – মৃত শেরবান খাঁ উভয়ের গ্রাম – দিঘলকান্তি, থানা – ধুনট ,জেলা – বগুড়া নামক দুইজনকে আটক করে। এসময় নিজেদের ডিবি পরিচয় দিয়ে রাব্বি ও জাহাঙ্গীর এর সাথে সমঝোতার মাধ্যমে দুই লক্ষ টাকার বিনিময়ে ছেড়ে দেয়। পরবর্তীতে বিষয়টি রাব্বি ও জাহাঙ্গীরের পরিবার তাদের আত্মীয়-স্বজনদের জানায়।

অতঃপর এসআই শাহিনের নেতৃত্বে ডিবি টিমটি পালানোর সময় কুন্দারহাট হাইওয়ে থানা পুলিশ এর টহল দলের ইনচার্জ সার্জেন্ট মো: মাসুদ রানা সঙ্গীয় ফোর্স ও অন্যান্য অফিসারের সহায়তায় তাদেরকে আটক করে।

প্রাথমিক জিজ্ঞাসা বাদে জানা যায় যে, আরএমপি ডিবিতে কর্মরত কনস্টেবল ওহাব তাদের এই টিম কে জানান যে, তার বাড়ি ধুনট থানায় এবং তার বাড়ির পাশে রাব্বি ও জাহাঙ্গীর ক্যাসিনো ব্যবসার সাথে জড়িত। উক্ত সংবাদের ভিত্তিতে কর্তৃপক্ষকে অবহিত না করে অনৈতিক সুবিধা লাভের উদ্দেশ্যে উক্ত কার্যক্রম করেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© www.dainikonlinetalaashporbo21.com