মোঃ নাসির উদ্দিন রাজশাহী জেলা প্রতিনিধি
মহানগরীর শাহমখদুম থানা এলাকায় থেকে দিবাগত রাতে রাজশাহী মহানগর গোয়েন্দা পুলিশের উপ-পুলিশ কমিশনার মাঈনুল ইসলাম, পিপিএম (বার) এর সার্বিক তত্ত্বাবধানে অভিযান চালিয়ে ৫ কেজি ২০০ গ্রাম গাঁজাসহ একজনকে গ্রেপ্তার করেছে রাজশাহী মহানগর গোয়েন্দা পুলিশ।
আসামি স্বীকার করে যে, রাজশাহীতে গাঁজা বিক্রির জন্য কুমিল্লা জেলার সীমান্ত এলাকা থেকে রাজশাহীতে গাঁজা নিয়ে আসছে। এছাড়াও দীর্ঘদিন যাবত সে গাঁজা ক্রয় করে খুচরা মাদক ব্যবসায়ীদের বিক্রি করে আসছে।
গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে শাহমখদুম থানায় মাদকদ্রব্য আইনে একটি মামলা রুজু করে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।