1. live@www.dainikonlinetalaashporbo21.com : news online : news online
  2. info@www.dainikonlinetalaashporbo21.com : দৈনিক অনলাইন তালাশ পর্ব ২১ :
বুধবার, ১০ সেপ্টেম্বর ২০২৫, ০৮:২২ অপরাহ্ন
সর্বশেষ :
কালীগঞ্জে ইয়াবা ও টাকাসহ দুই নারী মাদক কারবারী আটক করেছে থানার পুলিশ  পাহাড়ে ডেঙ্গু প্রতিরোধ ব্রাকের অভিযান  লামায় আন্তর্জাতিক স্বাক্ষরতা দিবস পালিত কালীগঞ্জে পবিত্র ঈদ-এ মিলাদুন্নবী (সা.)’র জশনে জুলুস হাটহাজারীতে সংঘর্ষ আহত ১০৫, পরিস্থিতি নিয়ন্ত্রণ সেনাবাহিনী মোতায়েন ও ১৪৪ ধারা জারি হাটহাজারীতে সংঘর্ষের জেরে ওসি প্রত্যাহার, দায়িত্বে তদন্ত কর্মকর্তা চন্দনাইশ থানার বিশেষ অভিযানে ২টি বন্দুক দেশীয় অস্ত্র সহ আসামি আটক  কওমী-সুন্নীর রক্তক্ষয়ী সংঘর্ষে হঠাৎ নাটকীয় সমাপ্তি পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপন জশনে জুলুসে জনস্রোত পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপন জশনে জুলুসে জনস্রোত

রোটারেক্ট ক্লাব অফ চিটাগং হেরিটেজ’র শিক্ষার্থীদের ঈদবস্ত্র বিতরণ : মেয়র শাহাদাত

মোহাম্মদ মাসুদ
  • প্রকাশিত: শুক্রবার, ২৮ মার্চ, ২০২৫
  • ১৬৪ বার পড়া হয়েছে

মোহাম্মদ মাসুদ

চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন: “সুবিধাবঞ্চিতদের পাশে দাঁড়ানো সমাজের নৈতিক দায়িত্ব”
চট্টগ্রামে রোটারেক্ট ক্লাব অফ চিটাগং হেরিটেজ-এর উদ্যোগে হতদরিদ্র স্কুলের শিক্ষার্থীদের মাঝে ঈদবস্ত্র বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

২৮ মার্চ,(শুক্রবার) নগরীর একটি কমিউনিটি সেন্টারে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, ক্লাবের সভাপতি ফারহা নওশীন, এবং সঞ্চালনায় ছিলেন শাহরিয়ার কবির। এতে আরও উপস্থিত ছিলেন ডা. সরোয়ার আলম, কাজি হাসানুজ্জামান শান্ত, জাহেদ হোসেইন চৌধুরী, সালমান হোসেন আকাশ, আবদুল্লাহ আল আরেফিন, নাভিদ নেওয়াজ, পংকজ, সিসান, জিলানীসহ ক্লাবের অন্যান্য সদস্যরা।

অনুষ্ঠানে মেয়র ডা. শাহাদাত হোসেন বলেন, “সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানো আমাদের সামাজিক ও নৈতিক দায়িত্ব। ঈদ শুধু ধনী-গরিব সবার জন্যই আনন্দের বার্তা নিয়ে আসে, তাই সমাজের সামর্থ্যবানদের উচিত এই আনন্দকে সবার মাঝে ছড়িয়ে দেওয়া। রোটারেক্ট ক্লাব অফ চিটাগং হেরিটেজ-এর এই উদ্যোগ সত্যিই প্রশংসনীয় এবং অনুকরণীয়।”

তিনি আরও বলেন, “আমাদের সমাজে অনেক শিশু দারিদ্র্যের কারণে ঈদের আনন্দ থেকে বঞ্চিত হয়। এই ধরনের সহায়তা কার্যক্রম তাদের মুখে হাসি ফোটাতে পারে। আমি আশা করি, ভবিষ্যতেও এই ধরনের উদ্যোগ অব্যাহত থাকবে এবং আরও বেশি মানুষ এই উদ্যোগে যুক্ত হবেন।”
মেয়র উপস্থিত তরুণদের স্বেচ্ছাসেবামূলক কাজে অংশগ্রহণের আহ্বান জানান এবং এ ধরনের মানবিক কার্যক্রমে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের সার্বিক সহযোগিতার আশ্বাস দেন।

অনুষ্ঠানে শতাধিক হতদরিদ্র স্কুল শিক্ষার্থীর মাঝে নতুন পোশাক বিতরণ করা হয়। তারা নতুন পোশাক পেয়ে উচ্ছ্বসিত হয় এবং উদ্যোক্তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে।

এই মহতী আয়োজনের জন্য ক্লাবের সদস্যদের ধন্যবাদ জানিয়ে মেয়র বলেন, “মানবতার কল্যাণে যারা কাজ করেন, তারা সমাজের প্রকৃত আলোকবর্তিকা। এই তরুণরা ভবিষ্যতে আরও বড় পরিসরে মানবতার সেবা করবে বলে আমার বিশ্বাস।”

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© www.dainikonlinetalaashporbo21.com