1. live@www.dainikonlinetalaashporbo21.com : news online : news online
  2. info@www.dainikonlinetalaashporbo21.com : দৈনিক অনলাইন তালাশ পর্ব ২১ :
রবিবার, ২৫ মে ২০২৫, ০৯:৫৪ পূর্বাহ্ন
সর্বশেষ :
চন্দনাইশ পৌরসভা ৮নং ওয়ার্ড সাধারণ সম্পাদকের বড় ভাইয়ের সহধর্মিণী ও গনতান্ত্রিক ছাত্রদল ৮নং সাধারণ সম্পাদকের মমতাময়ী আম্মার মৃত্যুতে শোক প্রকাশ  বান্দরবানে মারাইংতং এ বৌদ্ধ জাদীর মূর্তি ভাংচুর লামায় পুলিশের অভিযানে আগ্নেয়াস্ত্র, ডাকাতির সরঞ্জাম, নগদ টাকা উদ্ধার ও মাস্টারমাইন্ড করিম গ্রেফতার ঝগড়ার জেরে ঘুমন্ত বড় ভাইকে ছোট ভাই স্ত্রী সহ মিলে খুন  কালীগঞ্জ সদর ইউনিয়ন এর সাবেক চেয়ারম্যান আজাদ ফারুক উদ্দিন আহমেদের জানাজার নামাজে হাজার হাজার মুসল্লীর ঢল থানচিতে ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেফতার  কলেজছাত্র সাব্বির হত্যার খুনিদের গ্রেফতারে ৭২ ঘণ্টার আল্টিমেটাম, থানার সামনে এলাকাবাসীর বিক্ষোভ শেখ হাসিনার ঘনিষ্ট সহচর প্রমাণ হওয়ার পরও বহাল তবিয়তেই আছেন এনআরবি ইসলামী লাইফের চেয়ারম্যান কিবরিয়া ও তার স্ত্রী হোসনে আরা  বান্দারবানে গোপন সংবাদের ভিত্তিতে পুলিশের অভিযানে 8 রোহিঙ্গাকে গ্রেফতার সমুদ্র সৈকতে ফায়ার সার্ভিস সদস্যদের প্রশিক্ষণ দিলো আমেরিকান সেনা ও বিমানবাহিনী

ঈদে কারাবন্দিদের জন্য উন্নত খাবার ও স্বজনদের দেখা করার সুযোগ পাবেন 

আবুল কালাম চট্টগ্রাম 
  • প্রকাশিত: রবিবার, ৩০ মার্চ, ২০২৫
  • ৫৩ বার পড়া হয়েছে

আবুল কালাম চট্টগ্রাম 

 পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে কারাবন্দিদের জন্য  উন্নত খাবার পরিবেশনের জন্য বিশেষ আয়োজন করেছেন কারাগার কর্তৃপক্ষ। ঈদের নামাজ আদায়ের পর থেকে পরিবারের সদস্যদের সাথে বিশেষ তিনদিন   সাক্ষাতের সুযোগও পাবেন তারা। 

 এ ছাড়া দেওয়া হবে উন্নতমানের খাবার ও ঈদের পরের দিন পরিবারের রান্না করা খাবার গ্রহণ করার জন্য বিশেষ ব্যবস্থা গ্রহণ করেছেন চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগার কর্তৃপক্ষ।

চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগার সূত্রে জানা যায়, ঈদের দিন কারাবন্দিদের তিনবেলা উন্নতমানের খাবার দেওয়া হবে। সকালের মেন্যুতে থাকবে পায়েস।

দুপুরে থাকবে পোলাও, গরুর মাংস, মুরগির মাংস, পানীয়, পান ও সুপারি। রাতের মেন্যুতে থাকবে সাদা ভাত, মাছ ও পানীয়।

এ ছাড়া ঈদের দিন নির্ধারিত সময়ে নির্ধারিত প্রক্রিয়া সম্পন্ন করে কারাবন্দিদের সঙ্গে স্বজনরা সাক্ষাতের সুযোগ পাবেন। বন্দিদের নিয়ে ঈদের জামাত অনুষ্ঠিত হবে।  

কারা কর্তৃপক্ষ জানিয়েছে, কোনো বন্দি চাইলে কারাগারে থাকা সরকারি ফোনে স্বজনের সাথে কথা বলতে পারবেন। ঈদের সময় কারাগারে দর্শনার্থীদের চাপ বেশি থাকে। এ সময় কারাবন্দিদের সঙ্গে পরিবারের সদস্যরা দেখা করার সুযোগ পায়। সে কারণে কারারক্ষীদের দায়িত্ব বেড়ে যায়। এর মধ্যেও যতটুকু সম্ভব কারারক্ষীদের ঈদের ছুটি দেওয়ার চেষ্টা করা হয়।  

চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারের জেলার সুপার ইকবাল হোসেন বাংলানিউজকে বলেন, প্রতিবছরের মতো এবারও ঈদের দিন কারাবন্দিদের জন্য বিশেষ খাবারের ব্যবস্থা করা হয়েছে। ঈদের দিনকে কেন্দ্র করে সরকার নির্ধারিত বাজেট অনুযায়ী আমরা কারাবন্দিদের খাবার সরবরাহের সব প্রক্রিয়া সম্পন্ন করেছি। বন্দিদের সঙ্গে তাদের পরিবারের সদস্যরা ঈদের দিন দেখা করতে পারবেন। মোবাইলফোনেও কথা বলার সুযোগ পাবেন। এ ছাড়া ঈদের নামাজ আদায়ের ব্যবস্থা থাকবে।

চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারের ডেপুটি জেলার আরিফুর রহমান বাংলানিউজকেপরেরদিন পরিবারের রান্না করা খাবার গ্রহণ করার জন্য বিশেষ ব্যবস্থা নেওয়া হয়েছে। নারী  শাড়ি ও শিশুদের কাপড়ের ব্যবস্থা করা হয়েছে বলেন, ঈদুল ফিতরকে কেন্দ্র করে বিশেষ তিন দিন পরিবারের সদস্যদের সঙ্গে দেখা করার সুযোগ রয়েছে

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© www.dainikonlinetalaashporbo21.com