1. live@www.dainikonlinetalaashporbo21.com : news online : news online
  2. info@www.dainikonlinetalaashporbo21.com : দৈনিক অনলাইন তালাশ পর্ব ২১ :
বৃহস্পতিবার, ১০ জুলাই ২০২৫, ০১:২১ পূর্বাহ্ন
সর্বশেষ :
নিখোঁজ বিজ্ঞপ্তি নাম: সিদ্ধার্থ শংকর সূত্রধর (৩৭) কালীগঞ্জ থানা প্রেস ক্লাবের আয়োজনে কালীগঞ্জের কর্তব্যরত সাংবাদিকদের নিয়ে মৌসুমি ফল উৎসব এবং নৌ-ভ্রমন অনুষ্ঠিত হাফেজ ক্বারী সৈয়্যদ মুহাম্মদ তৈয়্যব শাহ (রহঃ) ওরশ ও শোহাদায়ে কারবালা স্মরণে মিলাদ মাহফিল এনসিপি’র পটুয়াখালী জেলা সমন্বয় কমিটি ঘোষণা সাদা মনের মানুষ পতেঙ্গার নাছির উদ্দিন বাড়িওয়ালার অন্যায় অভিযোগের ভিত্তিতে হাসপাতাল বন্ধ করে দিল চট্টগ্রাম’র সিভিল সার্জন নারায়ণগঞ্জে পারিবারিক কলহে স্ত্রীকে হত্যার পর স্বামীর আত্মসমর্পণ বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদের ৬১ সদস্যের আংশিক কমিটি ঘোষণা নেত্রকোনায় বাংলাদেশী মেয়ের সাথে ভারতীয় ছেলের বিয়ে সম্পন্ন বাংলাদেশী মেয়ের সাথে ভারতীয় ছেলের বিয়ে সম্পন্ন

নুরজাহান বেগম স্বাস্হ্যসেবার পক্ষ থেকে বিনামুল্য চিকিৎসা সেবা ও ঔষধ বিতরণ

মোঃ মুক্তাদির হোসেন। স্টাফ রিপোর্টার
  • প্রকাশিত: রবিবার, ৩০ মার্চ, ২০২৫
  • ১২৩ বার পড়া হয়েছে

মোঃ মুক্তাদির হোসেন।
স্টাফ রিপোর্টার।

নরসিংদী জেলার, পলাশ উপজেলার ডাংঙ্গা ইউনিয়নের কাজৈর গ্রামের হাজ্বী শফিকুল ইসলামের নিজ বাড়িতে সকাল ১০ ঘটিকা হতে,বিকাল ৪ টা পর্যন্ত নুরজাহান বেগম স্বাস্হ্য সেবার পক্ষ থেকে বিনামূল্যে চিকিৎসা সেবা ও ঔষধ প্রধান করা হয়েছে। পবিত্র কোরআন তেলোয়াত এর মাধ্যমে চিকৎসা সেবা ও বিনামমূল্যে ঔষধ প্রদান অনুষ্ঠানটি শুরু হয়,পবিত্র কোরআন থেকে তেলোয়াত করেন আলহাজ্ব এববি এম জিয়াউর রহমান ( ফেলু) হাজ্বী।৷ প্রায় ২০০ জন প্রতিবন্ধী শিশু, পুরুষ ও মহিলাদের চিকিৎসা সেবা দেওয়া হয়েছে।
নুরজাহান বেগম স্বাস্থ্য সেবার অন্তর্ভুক্ত কর্মসূচি প্রধান করা হয়।
** ফ্রি চিকিৎসা সেবা ঔষধ প্রধান।
**** বিনামূল্যে চিকিৎসা সেবা দেওয়া, বাজেট এর মাধ্যামে ও প্রযজনীয় ব্যবস্হা প্রধান করা।
*** বিনামূল্যে শিক্ষা, আমাদের নিদিষ্ট বাজেট এ-র মাধ্যমে শিক্ষা উপকরণ প্রধান।
***নিরাপদ পানী এবং নির্ভরযোগ্য জলসরবাহ নিশ্চিত করা।
*** গৃহহীনদের জন্য চাহিদা অনুযায়ী পরবর্তীতে গৃহ পুনর্বাসন প্রক্রিয়া করা।
উল্লেখ করা যায় যে ডাংঙ্গা ইউনিয়ন এর সাবেক মেম্বার মরহুম সুলতান উদ্দিন আহমেদ স্ত্রী নূূরজাহান বেগম এর নামে নুরজাহান স্বাস্থ্য সেবা কার্যক্রম,বিগত ১৬ বছর পূর্ব থেকে নুরজাহান বেগম স্বাস্থ্য সেবা কার্যক্রম এর৷ যাত্রা, শুরু হয়। উল্লেখ্য করা যায় নুরজাহান বেগম স্বাস্থ্য সেবা কার্যক্রম উনার সাত সন্তান এর আর্থিক সহয়তায় গরীব অসহায় ও প্রতিবন্ধীদের চিকিৎসা সেবা ও বিনামূল্যে ঔষধ প্রধান করা হয়। বৃহস্পতিবার অনুষ্ঠানে ডাক্তার হিসেবে উপস্থিত ছিলেন ডাক্তার মো: আলতাফ হোসেন,, ডাক্তার লিটন বৈরাগী।৷ সাংবাদিকে৷ দেওয়া সাক্ষাৎকারে রোগীরা জানন নুরজাহান বেগম স্বাস্থ্য সেবা কার্যক্রমের মাধ্যমে আমরা ফি চিকিৎসা সেবা ও বিনামূল্যে ঔষধ পেয়ে আমরা আনন্দিত।আগে আমাদের কালীগঞ্জে, পলাশ,নরসিংদী ঢাকা গিয়ে ডাক্তার দেখতে হতো। এই ভাবে যদি আমাদের প্বার্শে সবসময় নুরজাহান বেগম স্বাস্থ্য সেবা কার্যক্রমের সেবা সারা দে-শে তাদের সেবার আওতায় আনতে পারে এ-ই দোয়া কামনা করছি, মরহুম নুরজাহান বেগম, ও তাঁর৷ স্বামী মরহুম সুলতান উদ্দিন আহমেদ এর জন্য এবং তাদের পরিবারের সকলের জন্য দোয়া কামনা করছি তারা যেন এ-ই ভাববে তাদের সেবা দিয়ে যেতে পারে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© www.dainikonlinetalaashporbo21.com