মিরসরাই প্রতিনিধি
জোরারগঞ্জ (মীরসরাই), চট্টগ্রাম:
সমাজের সুবিধাবঞ্চিত ও অসহায় মানুষের পাশে দাঁড়াতে এবং মানবিক সমাজ গঠনের লক্ষ্যে দক্ষিণ মোবারকঘোনায় গঠিত হয়েছে একটি অরাজনৈতিক সংগঠন — সমাজ সেবা ফোরাম। ধুম ইউনিয়নের দক্ষিণ মোবারকঘোনা এলাকার কিছু উদ্যমী, সচেতন ও মানবিক ভাবনার তরুণদের উদ্যোগে প্রতিষ্ঠিত এই সংগঠনটি ইতোমধ্যে বিভিন্ন সামাজিক ও জনকল্যাণমূলক কর্মকাণ্ডের মাধ্যমে আলোচনায় এসেছে।
সংগঠনের নেতৃবৃন্দ হলেন –
আব্দুর রহমান আবির (উপদেষ্টা),
মোহাম্মদ মারুফ (সভাপতি),
রাকিব হোসেন রাহী (সহ-সভাপতি),
গিয়াস উদ্দিন (সেক্রেটারি),
জুলফিকার আলী (সহ-সেক্রেটারি),
আশরাফ উদ্দিন আরফান (অর্থ সম্পাদক),
নাইমুল ইসলাম (প্রচার সম্পাদক),
এবং সম্মানিত সদস্য হিসেবে রয়েছেন মেহেদী হাসান ও তৌহিদ ইসলাম তুহিন।
সংগঠনের প্রধান লক্ষ্য সমাজে মানবিক মূল্যবোধ ছড়িয়ে দেওয়া এবং যুব সমাজকে সমাজসেবামূলক কাজে উৎসাহিত করা।
সমাজ সেবা ফোরাম ইতোমধ্যে যে কার্যক্রমগুলো পরিচালনা করেছে তার মধ্যে রয়েছে —
স্বেচ্ছায় রক্তদান
পথশিশু ও দরিদ্রদের মাঝে খাবার বিতরণ
শিক্ষার্থীদের সহায়তা
জনসচেতনতা বৃদ্ধি বিষয়ক ক্যাম্পেইন
পরিবেশ রক্ষায় বৃক্ষরোপণ
এবং বিভিন্ন সামাজিক সেবামূলক কার্যক্রম
সংগঠনের অন্যতম নীতিবাক্য হলো –
“মানুষের জন্য কিছু করা মানেই আলোর পথে এক ধাপ এগিয়ে যাওয়া।”
এই নীতিকে কেন্দ্র করে সংগঠনের প্রতিটি সদস্য এগিয়ে চলেছে সমাজের কল্যাণে।
তাদের লক্ষ্য – একটি মানবিক, সচেতন ও সহানুভূতিশীল সমাজ গড়ে তোলা।