প্রতিনিধি মোঃ মোরশেদ আলম চৌধুরী
বান্দরবানের লামা উপজেলার সরই ইউনিয়নে ৯ শ্রমিককে অপহরণ করেছে সন্ত্রাসীরা। সোমবার (৭ এপ্রিল) গভীর রাতে ৯ নম্বর ওয়ার্ডের দুর্গম লুলাইন রেমু পালং নামক এলাকার তামাকের খামারবাড়ি থেকে তাদের অপহরণ করা হয়।
স্থানীয়রা জানান, তামাক খেতের ওই শ্রমিকরা কাজ শেষে খামারঘরে ঘুমিয়ে পড়েন। রাত ৩টার দিকে সন্ত্রাসীরা অস্ত্রের মুখে তাদের ধরে নিয়ে যায়। আজ সকালে বিষয়টি জানাজানি হয়। তাৎক্ষণিক অপহৃতদের নাম জানা যায়নি।
লামা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তোফাজ্জল হোসেন বলেন, অপহৃতদের উদ্ধারে সেনাবাহিনী ও পুলিশ যৌথ অভিযান চালাচ্ছে।
জানতে চাইলে বান্দরবান জেলার অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্) আবদুল করিম বলেন, গতকাল রাত আনুমানিক ৩টার দিকে ৯ শ্রমিককে অপহরণ করে সন্ত্রাসীরা। তাদের উদ্ধারের অভিযান চলছে।