1. live@www.dainikonlinetalaashporbo21.com : news online : news online
  2. info@www.dainikonlinetalaashporbo21.com : দৈনিক অনলাইন তালাশ পর্ব ২১ :
রবিবার, ২৫ মে ২০২৫, ০৯:৫৫ পূর্বাহ্ন
সর্বশেষ :
চন্দনাইশ পৌরসভা ৮নং ওয়ার্ড সাধারণ সম্পাদকের বড় ভাইয়ের সহধর্মিণী ও গনতান্ত্রিক ছাত্রদল ৮নং সাধারণ সম্পাদকের মমতাময়ী আম্মার মৃত্যুতে শোক প্রকাশ  বান্দরবানে মারাইংতং এ বৌদ্ধ জাদীর মূর্তি ভাংচুর লামায় পুলিশের অভিযানে আগ্নেয়াস্ত্র, ডাকাতির সরঞ্জাম, নগদ টাকা উদ্ধার ও মাস্টারমাইন্ড করিম গ্রেফতার ঝগড়ার জেরে ঘুমন্ত বড় ভাইকে ছোট ভাই স্ত্রী সহ মিলে খুন  কালীগঞ্জ সদর ইউনিয়ন এর সাবেক চেয়ারম্যান আজাদ ফারুক উদ্দিন আহমেদের জানাজার নামাজে হাজার হাজার মুসল্লীর ঢল থানচিতে ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেফতার  কলেজছাত্র সাব্বির হত্যার খুনিদের গ্রেফতারে ৭২ ঘণ্টার আল্টিমেটাম, থানার সামনে এলাকাবাসীর বিক্ষোভ শেখ হাসিনার ঘনিষ্ট সহচর প্রমাণ হওয়ার পরও বহাল তবিয়তেই আছেন এনআরবি ইসলামী লাইফের চেয়ারম্যান কিবরিয়া ও তার স্ত্রী হোসনে আরা  বান্দারবানে গোপন সংবাদের ভিত্তিতে পুলিশের অভিযানে 8 রোহিঙ্গাকে গ্রেফতার সমুদ্র সৈকতে ফায়ার সার্ভিস সদস্যদের প্রশিক্ষণ দিলো আমেরিকান সেনা ও বিমানবাহিনী

ভালো মানুষ হারায় না : আবু সুফিয়ান

ডেস্ক রিপোর্ট
  • প্রকাশিত: শুক্রবার, ১১ এপ্রিল, ২০২৫
  • ৪৩ বার পড়া হয়েছে

ডেস্ক রিপোর্ট

চট্টগ্রাম মহানগর বিএনপির সাবেক সিনিয়র সহ-সভাপতি ও চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির সাবেক আহ্বায়ক আলহাজ্ব আবু সুফিয়ান বলেছেন, “চন্দন কুমার বিশ্বাস ছিলেন একজন সৎ, আত্মপ্রত্যয়ী ও মানবিক গুণে গুণান্বিত মানুষ। এমন একজন ব্যক্তির স্মরণে আয়োজিত এ সভা প্রমাণ করে, ভালো মানুষ কখনও হারিয়ে যায় না।
তিনি বলেন, “আমাদের রাজনীতির মূল চেতনা হওয়া উচিত জনগণের প্রতি দায়িত্ববোধ এবং দেশপ্রেম। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমান ঠিক এই চেতনা নিয়ে দলের হাল ধরেছেন। তাঁর নেতৃত্বে আমরা জনগণের জন্য রাজনীতি করি, রাজনৈতিক জীবনে আমরা বারবার দমন-পীড়নের শিকার হয়েছি, ত্যাগ স্বীকার করেছি, কিন্তু আদর্শচ্যুত হইনি। সাংবাদিকরা আজ নানা ধরনের চ্যালেঞ্জের মুখে। আমি আপনাদের আশ্বস্ত করতে চাই, তারেক রহমান এবং আমরা সাংবাদিকদের পাশে আছি এবং থাকব। স্বাধীন ও ন্যায়ভিত্তিক সাংবাদিকতা টিকিয়ে রাখতে হলে রাজনীতিবিদদেরও দায়িত্ব রয়েছে, এবং আমরা সেই দায়িত্ব পালনে প্রতিশ্রুতিবদ্ধ।
বৃহস্পতিবার (১০ এপ্রিল) চট্টগ্রাম সাংবাদিক সংস্থার (চসাস) আয়োজনে প্রয়াত চন্দন কুমার বিশ্বাসের স্মরণে আয়োজিত স্মরণসভা ও মধ্যাহ্নভোজ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
সভায় সভাপতিত্ব করেন একুশে পদকপ্রাপ্ত শিক্ষাবিদ, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের পালি বিভাগের অধ্যাপক ও চসাসের উপদেষ্টা ড. জিনবোধি ভিক্ষু। প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন চসিকের সাবেক কাউন্সিলর আলহাজ্ব ইয়াছিন চৌধুরী আছু। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, চসাসের সাধারণ সম্পাদক ওসমান এহতেসাম, চট্টগ্রাম জজ কোর্টের এপিপি অ্যাডভোকেট মোঃ হেলাল, চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের ডাক্তার মাইকেল চৌধুরী, ও চসাসের দাতা সদস্য মোঃ মোশতাক আহমেদ।
বাংলাদেশ বেতারের সংবাদ উপস্থাপিকা শরীফুন নাহার হ্যাপী এবং কার্যনির্বাহী সদস্য আলতাফ হোসেনের যৌথ সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন বিশিষ্ট গবেষক ও সমাজকর্মী প্রণব রাজ বড়ুয়া, কার্যনির্বাহী সদস্য মোঃ জাহাঙ্গীর আলম ও তুষার দাস। অতিথিদের সম্মানে মধ্যাহ্নভোজের আয়োজন করা হয়।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© www.dainikonlinetalaashporbo21.com