1. live@www.dainikonlinetalaashporbo21.com : news online : news online
  2. info@www.dainikonlinetalaashporbo21.com : দৈনিক অনলাইন তালাশ পর্ব ২১ :
বুধবার, ০৯ জুলাই ২০২৫, ১০:৩৭ অপরাহ্ন
সর্বশেষ :
নিখোঁজ বিজ্ঞপ্তি নাম: সিদ্ধার্থ শংকর সূত্রধর (৩৭) কালীগঞ্জ থানা প্রেস ক্লাবের আয়োজনে কালীগঞ্জের কর্তব্যরত সাংবাদিকদের নিয়ে মৌসুমি ফল উৎসব এবং নৌ-ভ্রমন অনুষ্ঠিত হাফেজ ক্বারী সৈয়্যদ মুহাম্মদ তৈয়্যব শাহ (রহঃ) ওরশ ও শোহাদায়ে কারবালা স্মরণে মিলাদ মাহফিল এনসিপি’র পটুয়াখালী জেলা সমন্বয় কমিটি ঘোষণা সাদা মনের মানুষ পতেঙ্গার নাছির উদ্দিন বাড়িওয়ালার অন্যায় অভিযোগের ভিত্তিতে হাসপাতাল বন্ধ করে দিল চট্টগ্রাম’র সিভিল সার্জন নারায়ণগঞ্জে পারিবারিক কলহে স্ত্রীকে হত্যার পর স্বামীর আত্মসমর্পণ বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদের ৬১ সদস্যের আংশিক কমিটি ঘোষণা নেত্রকোনায় বাংলাদেশী মেয়ের সাথে ভারতীয় ছেলের বিয়ে সম্পন্ন বাংলাদেশী মেয়ের সাথে ভারতীয় ছেলের বিয়ে সম্পন্ন

চট্টগ্রাম মিডিয়া ফোরাম’র ঈদপুনর্মিলনী ও নবগঠিত কমিটির অভিষেক

মোহাম্মদ মাসুদ :
  • প্রকাশিত: সোমবার, ১৪ এপ্রিল, ২০২৫
  • ১১২ বার পড়া হয়েছে

মোহাম্মদ মাসুদ :

চট্টগ্রামের সংস্কৃতি ও গণমাধ্যম অঙ্গনের অন্যতম সক্রিয় সংগঠন চট্টগ্রাম মিডিয়া ফোরাম (CMF) এর উদ্যোগে ঈদ পুনর্মিলনী ও নবগঠিত কমিটির অভিষেক অনুষ্ঠান এক আনন্দঘন ও বর্ণাঢ্য পরিবেশে অনুষ্ঠিত হয়েছে।

১৩ এপ্রিল (রবিবার) নগরীর কাট্টলীস্থ নিঝুম পার্কের সবুজ ছায়াঘেরা প্রাঙ্গণে বিকেল ৪টায় শুরু হওয়া এই অনুষ্ঠান পরিণত হয় এক প্রাণবন্ত সাংস্কৃতিক মিলনমেলায়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি শরাফতদৌল্লাহ চৌধুরী, আর সঞ্চালনায় ছিলেন সাধারণ সম্পাদক মনজুর মোরশেদ। নতুন কমিটির সদস্যদের পরিচিতি ও অভিষেক পর্বে উপস্থিত ছিলেন সিনিয়র সহ-সভাপতি দেবাশীষ চৌধুরী, সহ-সভাপতি রেজাউল কবির চৌধুরী ও উত্তম কুমার (লেডামিয়া)। সংগঠনের সুসংগঠিত কার্যক্রম অব্যাহত রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন সাংগঠনিক সম্পাদক মফজল আহমদ মির্জা, সহ-সাংগঠনিক সম্পাদক রানা বৈরাগী, অর্থ সম্পাদক মিজানুল হক, মহিলা সম্পাদিকা ফাহিম, সহ-মহিলা সম্পাদিকা তারাবানু, ও দুর্যোগ ও ত্রাণ বিষয়ক সম্পাদিকা বুবলি।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চট্টগ্রামের বিশিষ্ট সাংবাদিক সাগর বড়ুয়া, যিনি বলেন—”চট্টগ্রাম মিডিয়া ফোরাম সংস্কৃতি ও মিডিয়ার মধ্যে সেতুবন্ধন তৈরির এক দুর্দান্ত প্রয়াস। এই ধরনের আয়োজন শিল্পীদের মনোবল ও পারস্পরিক সংযোগ বাড়িয়ে তোলে।”

এছাড়া উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী আব্দুল মজিদ, সাংস্কৃতিক সংগঠক মুনতাছির মুন্না এবং নাট্যনির্দেশক নাসির চৌধুরী, যাঁরা এই ধরনের ব্যতিক্রমী উদ্যোগের প্রশংসা করে ভবিষ্যতে আরও বৃহৎ পরিসরে এ ধারা অব্যাহত রাখার আহ্বান জানান।

সংগঠনের সভাপতি শরাফতদৌল্লাহ চৌধুরী বলেন—”ঈদ পুনর্মিলনী কেবল আনন্দের উপলক্ষ নয়, এটি আমাদের সদস্যদের একত্রিত করে সংস্কৃতি ও সহযোগিতার বন্ধন দৃঢ় করে।”

সাধারণ সম্পাদক মনজুর মোরশেদ যোগ করেন—”নতুন কমিটি সাংগঠনিক গতিশীলতা বৃদ্ধির মাধ্যমে চট্টগ্রামের নাট্য ও মিডিয়া অঙ্গনে নতুন উদ্দীপনা সৃষ্টি করতে চায়। আমরা সবাইকে নিয়ে একসাথে এগিয়ে যেতে চাই।”

সাংগঠনিক সম্পাদক মফজল আহমদ মির্জা এক সাক্ষাৎকারে বলেন—”চট্টগ্রামের সংস্কৃতি ও গণমাধ্যমকর্মীদের ঐক্যবদ্ধ রাখার ক্ষেত্রে CMF অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। ভবিষ্যতে এ সংগঠন আরও বড় পরিসরে চট্টগ্রামের সৃজনশীল চর্চায় নেতৃত্ব দেবে।”

অনুষ্ঠানে ছিল মধ্যাহ্নভোজ, সংগীত পরিবেশনা, আবৃত্তি ও নৃত্যানুষ্ঠান। সাংস্কৃতিক পরিবেশনায় অংশগ্রহণ করেন সংগঠনের সদস্য ও অতিথিরা।
সবশেষে অনুষ্ঠিত হয় রাইফেল ড্র ও ক্রেস্ট বিতরণ। অংশগ্রহণকারী সদস্যদের মাঝে এই পুরস্কার প্রদান অনুষ্ঠানকে করে তোলে আরও উৎসবমুখর ও আনন্দঘন।

চট্টগ্রাম মিডিয়া ফোরাম দীর্ঘদিন ধরে নাট্যকর্মী, কলাকুশলী, প্রযোজক, পরিচালক এবং টেকনিশিয়ানদের সমন্বয়ে গঠিত একটি সংগঠন হিসেবে চট্টগ্রামের সাংস্কৃতিক অঙ্গনে নিরবিচারে কাজ করে যাচ্ছে।
নতুন কমিটির অভিষেক ও ঈদ পুনর্মিলনী অনুষ্ঠান ছিল সেই ধারাবাহিকতারই এক অনন্য নিদর্শন। নেতৃত্বের এই নবযাত্রায় ফোরাম আশা করছে, চট্টগ্রামের সংস্কৃতি ও গণমাধ্যম জগত আরও সুসংগঠিত, সৃজনশীল ও ঐক্যবদ্ধ হবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© www.dainikonlinetalaashporbo21.com