1. live@www.dainikonlinetalaashporbo21.com : news online : news online
  2. info@www.dainikonlinetalaashporbo21.com : দৈনিক অনলাইন তালাশ পর্ব ২১ :
শুক্রবার, ১৬ জানুয়ারী ২০২৬, ০৪:৪৪ পূর্বাহ্ন
সর্বশেষ :
উখিয়ায় বেশি দামে গ্যাস বিক্রি: দুই প্রতিষ্ঠানকে ২৫ হাজার টাকা জরিমানা রাত্রিকালে অভিযানে মোবাইল চোর চক্রের সদস্য গ্রেফতার, মোবাইল উদ্ধার বরিশাল জেলা জিয়া সাংস্কৃতিক সংগঠন জিসাসের উদ্যোগে বিজয়নগর থানা পুলিশের অভিযানে ১০ কেজি গাঁজা উদ্ধার, ১ মাদক কারবারী গ্রেফতার। 🔴 নিখোঁজ সংবাদ / সাহায্যের আবেদন 🔴 লামায় দেশীয় আগ্নেয়াস্ত্রসহ ৫ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার তানোরে আনসার প্লাটুন কমান্ডার এর নিজস্ব অর্থায়নে অসহায় প্রতিবন্ধীদের মাঋে শীতবস্ত্র বিতরণ উখিয়ায় ৮ এপিবিএনের অভিযানে ৯০০ পিস ইয়াবাসহ রোহিঙ্গা যুবক আটক উপজেলা কর্মচারী ক্লাবের নির্বাচন সম্পন্ন চকরিয়ায় মোটর চুরি নিয়ে সংঘর্ষ: এক ব্যক্তির বৃদ্ধাঙ্গুলি বিচ্ছিন্ন, সাবেক চেয়ারম্যান আটক

চট্টগ্রাম মিডিয়া ফোরাম’র ঈদপুনর্মিলনী ও নবগঠিত কমিটির অভিষেক

মোহাম্মদ মাসুদ :
  • প্রকাশিত: সোমবার, ১৪ এপ্রিল, ২০২৫
  • ২৭৫ বার পড়া হয়েছে

মোহাম্মদ মাসুদ :

চট্টগ্রামের সংস্কৃতি ও গণমাধ্যম অঙ্গনের অন্যতম সক্রিয় সংগঠন চট্টগ্রাম মিডিয়া ফোরাম (CMF) এর উদ্যোগে ঈদ পুনর্মিলনী ও নবগঠিত কমিটির অভিষেক অনুষ্ঠান এক আনন্দঘন ও বর্ণাঢ্য পরিবেশে অনুষ্ঠিত হয়েছে।

১৩ এপ্রিল (রবিবার) নগরীর কাট্টলীস্থ নিঝুম পার্কের সবুজ ছায়াঘেরা প্রাঙ্গণে বিকেল ৪টায় শুরু হওয়া এই অনুষ্ঠান পরিণত হয় এক প্রাণবন্ত সাংস্কৃতিক মিলনমেলায়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি শরাফতদৌল্লাহ চৌধুরী, আর সঞ্চালনায় ছিলেন সাধারণ সম্পাদক মনজুর মোরশেদ। নতুন কমিটির সদস্যদের পরিচিতি ও অভিষেক পর্বে উপস্থিত ছিলেন সিনিয়র সহ-সভাপতি দেবাশীষ চৌধুরী, সহ-সভাপতি রেজাউল কবির চৌধুরী ও উত্তম কুমার (লেডামিয়া)। সংগঠনের সুসংগঠিত কার্যক্রম অব্যাহত রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন সাংগঠনিক সম্পাদক মফজল আহমদ মির্জা, সহ-সাংগঠনিক সম্পাদক রানা বৈরাগী, অর্থ সম্পাদক মিজানুল হক, মহিলা সম্পাদিকা ফাহিম, সহ-মহিলা সম্পাদিকা তারাবানু, ও দুর্যোগ ও ত্রাণ বিষয়ক সম্পাদিকা বুবলি।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চট্টগ্রামের বিশিষ্ট সাংবাদিক সাগর বড়ুয়া, যিনি বলেন—”চট্টগ্রাম মিডিয়া ফোরাম সংস্কৃতি ও মিডিয়ার মধ্যে সেতুবন্ধন তৈরির এক দুর্দান্ত প্রয়াস। এই ধরনের আয়োজন শিল্পীদের মনোবল ও পারস্পরিক সংযোগ বাড়িয়ে তোলে।”

এছাড়া উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী আব্দুল মজিদ, সাংস্কৃতিক সংগঠক মুনতাছির মুন্না এবং নাট্যনির্দেশক নাসির চৌধুরী, যাঁরা এই ধরনের ব্যতিক্রমী উদ্যোগের প্রশংসা করে ভবিষ্যতে আরও বৃহৎ পরিসরে এ ধারা অব্যাহত রাখার আহ্বান জানান।

সংগঠনের সভাপতি শরাফতদৌল্লাহ চৌধুরী বলেন—”ঈদ পুনর্মিলনী কেবল আনন্দের উপলক্ষ নয়, এটি আমাদের সদস্যদের একত্রিত করে সংস্কৃতি ও সহযোগিতার বন্ধন দৃঢ় করে।”

সাধারণ সম্পাদক মনজুর মোরশেদ যোগ করেন—”নতুন কমিটি সাংগঠনিক গতিশীলতা বৃদ্ধির মাধ্যমে চট্টগ্রামের নাট্য ও মিডিয়া অঙ্গনে নতুন উদ্দীপনা সৃষ্টি করতে চায়। আমরা সবাইকে নিয়ে একসাথে এগিয়ে যেতে চাই।”

সাংগঠনিক সম্পাদক মফজল আহমদ মির্জা এক সাক্ষাৎকারে বলেন—”চট্টগ্রামের সংস্কৃতি ও গণমাধ্যমকর্মীদের ঐক্যবদ্ধ রাখার ক্ষেত্রে CMF অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। ভবিষ্যতে এ সংগঠন আরও বড় পরিসরে চট্টগ্রামের সৃজনশীল চর্চায় নেতৃত্ব দেবে।”

অনুষ্ঠানে ছিল মধ্যাহ্নভোজ, সংগীত পরিবেশনা, আবৃত্তি ও নৃত্যানুষ্ঠান। সাংস্কৃতিক পরিবেশনায় অংশগ্রহণ করেন সংগঠনের সদস্য ও অতিথিরা।
সবশেষে অনুষ্ঠিত হয় রাইফেল ড্র ও ক্রেস্ট বিতরণ। অংশগ্রহণকারী সদস্যদের মাঝে এই পুরস্কার প্রদান অনুষ্ঠানকে করে তোলে আরও উৎসবমুখর ও আনন্দঘন।

চট্টগ্রাম মিডিয়া ফোরাম দীর্ঘদিন ধরে নাট্যকর্মী, কলাকুশলী, প্রযোজক, পরিচালক এবং টেকনিশিয়ানদের সমন্বয়ে গঠিত একটি সংগঠন হিসেবে চট্টগ্রামের সাংস্কৃতিক অঙ্গনে নিরবিচারে কাজ করে যাচ্ছে।
নতুন কমিটির অভিষেক ও ঈদ পুনর্মিলনী অনুষ্ঠান ছিল সেই ধারাবাহিকতারই এক অনন্য নিদর্শন। নেতৃত্বের এই নবযাত্রায় ফোরাম আশা করছে, চট্টগ্রামের সংস্কৃতি ও গণমাধ্যম জগত আরও সুসংগঠিত, সৃজনশীল ও ঐক্যবদ্ধ হবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

উখিয়ায় ৮ এপিবিএনের অভিযানে ৯০০ পিস ইয়াবাসহ রোহিঙ্গা যুবক আটক জাহাঙ্গীর আলম-উখিয়া কক্সবাজারের উখিয়া উপজেলার কোর্টবাজার এলাকায় অভিযান চালিয়ে ৯০০ পিস ইয়াবা সদৃশ ট্যাবলেটসহ এক রোহিঙ্গা যুবককে আটক করেছে ৮ আর্মড পুলিশ ব্যাটালিয়ন (৮ এপিবিএন)। রোববার (১১ জানুয়ারি ২০২৬) দুপুর আনুমানিক ১টা ৫৫ মিনিটে টেকনাফ–কক্সবাজার মহাসড়কের কোর্টবাজার আলিমুড়া এলাকায় অবস্থিত ৮ এপিবিএনের অস্থায়ী কার্যালয়ের সামনে স্থাপিত চেকপোস্টে এ অভিযান পরিচালনা করা হয়। ৮ এপিবিএন সূত্র জানায়, এসআই (নি:) মোঃ নুর নবীর নেতৃত্বে সঙ্গীয় অফিসার ও ফোর্স নিয়মিত চেকপোস্ট কার্যক্রম পরিচালনার সময় সন্দেহজনক চলাফেরার কারণে এক রোহিঙ্গা যুবককে আটক করা হয়। পরে আশপাশ থেকে আগত সাক্ষীদের উপস্থিতিতে তাকে তল্লাশি করা হলে তার হাতে থাকা একটি শপিং ব্যাগের ভেতরে কালো রঙের পলিথিন থেকে ১৮টি লকযুক্ত এয়ারটাইট সাদা পলি প্যাকেট উদ্ধার করা হয়। এসব প্যাকেটের ভেতর থেকে মোট ৯০০ পিস অ্যামফিটামিন জাতীয় ইয়াবা সদৃশ ট্যাবলেট পাওয়া যায়। আটক যুবকের নাম মোঃ আবদুল্লাহ প্রঃ মোঃ ওসমান (১৯)। তিনি বালুখালী-১ রোহিঙ্গা ক্যাম্পের ৯ নম্বর ক্যাম্পের ডি/১ ব্লকের বাসিন্দা। তার এফসিএন নম্বর ১১০১৫৬। তার পিতার নাম মৃত ইলিয়াস এবং মাতার নাম হালিমা খাতুন বেগম। উদ্ধারকৃত ইয়াবা সদৃশ ট্যাবলেটগুলো বিধি মোতাবেক জব্দ করা হয়েছে। পরবর্তীতে আটক আসামি ও জব্দকৃত আলামত প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য উখিয়া থানায় হস্তান্তর প্রক্রিয়াধীন রয়েছে। এ বিষয়ে ৮ এপিবিএনের পক্ষ থেকে জানানো হয়, মাদক পাচার রোধে নিয়মিত অভিযান অব্যাহত থাকবে এবং আইন-শৃঙ্খলা পরিস্থিতি বর্তমানে স্বাভাবিক রয়েছে।

উখিয়ায় ৮ এপিবিএনের অভিযানে ৯০০ পিস ইয়াবাসহ রোহিঙ্গা যুবক আটক জাহাঙ্গীর আলম-উখিয়া কক্সবাজারের উখিয়া উপজেলার কোর্টবাজার এলাকায় অভিযান চালিয়ে ৯০০ পিস ইয়াবা সদৃশ ট্যাবলেটসহ এক রোহিঙ্গা যুবককে আটক করেছে ৮ আর্মড পুলিশ ব্যাটালিয়ন (৮ এপিবিএন)। রোববার (১১ জানুয়ারি ২০২৬) দুপুর আনুমানিক ১টা ৫৫ মিনিটে টেকনাফ–কক্সবাজার মহাসড়কের কোর্টবাজার আলিমুড়া এলাকায় অবস্থিত ৮ এপিবিএনের অস্থায়ী কার্যালয়ের সামনে স্থাপিত চেকপোস্টে এ অভিযান পরিচালনা করা হয়। ৮ এপিবিএন সূত্র জানায়, এসআই (নি:) মোঃ নুর নবীর নেতৃত্বে সঙ্গীয় অফিসার ও ফোর্স নিয়মিত চেকপোস্ট কার্যক্রম পরিচালনার সময় সন্দেহজনক চলাফেরার কারণে এক রোহিঙ্গা যুবককে আটক করা হয়। পরে আশপাশ থেকে আগত সাক্ষীদের উপস্থিতিতে তাকে তল্লাশি করা হলে তার হাতে থাকা একটি শপিং ব্যাগের ভেতরে কালো রঙের পলিথিন থেকে ১৮টি লকযুক্ত এয়ারটাইট সাদা পলি প্যাকেট উদ্ধার করা হয়। এসব প্যাকেটের ভেতর থেকে মোট ৯০০ পিস অ্যামফিটামিন জাতীয় ইয়াবা সদৃশ ট্যাবলেট পাওয়া যায়। আটক যুবকের নাম মোঃ আবদুল্লাহ প্রঃ মোঃ ওসমান (১৯)। তিনি বালুখালী-১ রোহিঙ্গা ক্যাম্পের ৯ নম্বর ক্যাম্পের ডি/১ ব্লকের বাসিন্দা। তার এফসিএন নম্বর ১১০১৫৬। তার পিতার নাম মৃত ইলিয়াস এবং মাতার নাম হালিমা খাতুন বেগম। উদ্ধারকৃত ইয়াবা সদৃশ ট্যাবলেটগুলো বিধি মোতাবেক জব্দ করা হয়েছে। পরবর্তীতে আটক আসামি ও জব্দকৃত আলামত প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য উখিয়া থানায় হস্তান্তর প্রক্রিয়াধীন রয়েছে। এ বিষয়ে ৮ এপিবিএনের পক্ষ থেকে জানানো হয়, মাদক পাচার রোধে নিয়মিত অভিযান অব্যাহত থাকবে এবং আইন-শৃঙ্খলা পরিস্থিতি বর্তমানে স্বাভাবিক রয়েছে।

© www.dainikonlinetalaashporbo21.com