মোঃ মুক্তাদির হোসেন।
স্টাফ রিপোর্টার।
বাংলা নববর্ষ ১৪৩২ বঙ্গাব্দ উপলক্ষে কালীগঞ্জ সেন্ট্রাল কলেজের আয়োজনে বৈশাখী মেলা ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়েছে। ‘ নববর্ষের ঐকতান, ফ্যাসিবাদের অবসান’ এই ¯স্লোগানকে সামনে রেখে পৌরসভার বিপরীত প্বর্শে^ বালীগাঁও কালীগঞ্জ সেন্টাল কলেজ প্রাঙ্গণে শিক্ষা প্রতিষ্ঠানটি বৈশাখী মেলার আয়োজন করেন। গতকাল সোমবার বেলা ১২টায় বৈশাখী মেলাটি উদ্বোধন করেন উপজেলা শিক্ষা অফিসার নুর-ই-জান্নাত। এরপর শিক্ষা অফিসার উপজেলার বিভিন্ন দপ্তরের প্রধান ও কলেজের সংশ্লিষ্টদের নিয়ে মেলার স্টলগুলো ঘুরে ঘুরে দেখেন। পরে বৈশাখী গান, কবিতা আবৃত্তি ও নাচ নিয়ে মনোজ্ঞ সাংস্কৃতি অনুষ্ঠান পরিবেশিত হয়।
এই সময় উপস্থিত ছিলেন উপজেলা জামায়াতে আমির মাহমুদুল হাসান, উপজেলা প্রকৌশলী রেজাউল হক, উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসার আবুল কালাম আজাদ, উপজেলা যুব উন্নয়ন অফিসার ইসমাঈল ভূইয়া, উপজেলা সমাজসেবা অফিসার আফরোজা বেগম, কলেজের অধ্যক্ষ সুনীল কুমার বনিক, কলেজ পরিচালক অপু বনিক, বোয়ালী বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শ্যামল কুমার মিত্রসহ অভিভাবকবৃন্দ, সামাজিক ও রাজনৈতিক নেতৃবৃন্দ, শিক্ষক-শিক্ষার্থীবৃন্দ।
এর আগে সকালে কলেজের শিক্ষার্থী ও শিক্ষকদের নিয়ে কলেজ প্রাঙ্গণ হতে এক বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রা বের হয়। শোভাযাত্রাটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদ প্রাঙ্গণে গিয়ে শেষ হয়। কালীগঞ্জ সেন্টাল কলেজ এক মনজ্ঞো সাংস্কৃতিক অনুষ্ঠান এখনো চলমান, অনুষ্ঠানে বিভিন্ন ইলেকট্রনিক্স এবং প্রিন্ট মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন। কালীগঞ্জ সেন্টাল কলেজ বর্ষ বরন অনুষ্ঠানে বাংলা নববর্ষের তাৎপর্য ও সামাজিক সম্প্রীতির বার্তা তুলে ধরেন। সাংস্কৃতিক সম্প্রীতি ও জাতীয় ঐক্যকে প্রাধান্য দিয়ে আয়োজিত এ অনুষ্ঠান স্থানীয়দের মধ্যে ব্যাপক সাড়া ফেলেছে।