দৌলতপুর প্রতিনিধি
কুষ্টিয়া জেলার দৌলতপুর উপজেলার ফিলিপনগর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও ফিলিপনগর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এ কে এম ফজলুল হক কবিরাজ (৫৫) কে গ্রেফতার করেছে কুষ্টিয়া জেলা গোয়েন্দা শাখা ডিবি পুলিশের একটি আভিযানিক দল।
বৃহস্পতিবার ১৭/৪/২০২৫ ইং তারিখে, এস আই (নিঃ) মো. ইসরাফিল হোসেন ও সঙ্গীও অফিসার ফোর্স সহ বেলা ১ টা ৩০ মিনিটের দিকে ফজলুল হক কবিরাজের বাড়িতে অভিযান পরিচালনা করে তাকে গ্রেপ্তার করে।
এ কে এম ফজলুল হক কবিরাজ (৫৫) ফিলিপনগর ইউনিয়নের, ফিলিপনগর আবেদের ঘাট সংলগ্ন মৃত আফাজ উদ্দিন কবিরাজের ছেলে।
পুলিশ সূত্রে জানা যায় বিগত আওয়ামী সরকার শেখ হাসিনার শাসন আমলে ফজলুল হক ফজু কবিরাজ দলীয় পদ পদবী ব্যবহার করে নানা ধরনের অপকর্মে লিপ্ত ছিল এবং তার বিরুদ্ধে একাধিক অভিযোগ আছে।
গেল বছরের ৫-ই আগস্ট পরবর্তী সময়ে ফজলুল হক কবিরাজ সরকার বিরোধী নানা ধরনের নাশকতা পরিকল্পনা করে এবং সরাসরি নাশকতায় অংশগ্রহণ করে। এমন অবস্থায় পুলিশের চোখ ফাঁকি দিয়ে বেশ কিছুদিন সে গা ঢাকা দিয়েছিল।
আজকে গোপন তথ্যের ভিত্তিতে কুষ্টিয়া জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ মুঃ মোরাদুল ইসলাম জানতে পারে ফজলুল হক কবিরাজ বাড়িতেই অবস্থান করছে সেই তথ্যের ভিত্তিতে জেলা গোয়েন্দা শাখার একটি আভিযানিক দল সেখানে অভিযান পরিচালনা করলে ফজলুল হক কবিরাজকে গ্রেফতার করতে সক্ষম হয়। এবং গ্রেফতার পরবর্তী ফজলুল হক কবিরাজকে দৌলতপুর থানায় সোপর্দ করা হয়।