1. live@www.dainikonlinetalaashporbo21.com : news online : news online
  2. info@www.dainikonlinetalaashporbo21.com : দৈনিক অনলাইন তালাশ পর্ব ২১ :
রবিবার, ২৫ মে ২০২৫, ০৪:০৮ পূর্বাহ্ন
সর্বশেষ :
চন্দনাইশ পৌরসভা ৮নং ওয়ার্ড সাধারণ সম্পাদকের বড় ভাইয়ের সহধর্মিণী ও গনতান্ত্রিক ছাত্রদল ৮নং সাধারণ সম্পাদকের মমতাময়ী আম্মার মৃত্যুতে শোক প্রকাশ  বান্দরবানে মারাইংতং এ বৌদ্ধ জাদীর মূর্তি ভাংচুর লামায় পুলিশের অভিযানে আগ্নেয়াস্ত্র, ডাকাতির সরঞ্জাম, নগদ টাকা উদ্ধার ও মাস্টারমাইন্ড করিম গ্রেফতার ঝগড়ার জেরে ঘুমন্ত বড় ভাইকে ছোট ভাই স্ত্রী সহ মিলে খুন  কালীগঞ্জ সদর ইউনিয়ন এর সাবেক চেয়ারম্যান আজাদ ফারুক উদ্দিন আহমেদের জানাজার নামাজে হাজার হাজার মুসল্লীর ঢল থানচিতে ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেফতার  কলেজছাত্র সাব্বির হত্যার খুনিদের গ্রেফতারে ৭২ ঘণ্টার আল্টিমেটাম, থানার সামনে এলাকাবাসীর বিক্ষোভ শেখ হাসিনার ঘনিষ্ট সহচর প্রমাণ হওয়ার পরও বহাল তবিয়তেই আছেন এনআরবি ইসলামী লাইফের চেয়ারম্যান কিবরিয়া ও তার স্ত্রী হোসনে আরা  বান্দারবানে গোপন সংবাদের ভিত্তিতে পুলিশের অভিযানে 8 রোহিঙ্গাকে গ্রেফতার সমুদ্র সৈকতে ফায়ার সার্ভিস সদস্যদের প্রশিক্ষণ দিলো আমেরিকান সেনা ও বিমানবাহিনী

গোল্ডেন সিটি লিও ক্লাবের কমিটি নির্বাচন : সভাপতি ফরিদ সেক্রেটারি বিথী

মোহাম্মদ মাসুদ
  • প্রকাশিত: শনিবার, ১৯ এপ্রিল, ২০২৫
  • ২৭ বার পড়া হয়েছে

মোহাম্মদ মাসুদ

আন্তর্জাতিক সেবা সংগঠন লায়ন্স ইন্টারন্যাশনাল ক্লাবের যুব সংগঠন লিও ক্লাব,জেলা ৩১৫বি৪ বাংলাদেশের লায়ন্স ক্লাব অব চিটাগাং ডায়নামিক সিটি স্পনসরকৃত লিও ক্লাব অব চিটাগাং গোল্ডেন সিটির ২৫-২৬ সেবাবর্ষের কমিটি নির্বাচন কার্যক্রম সম্পন্ন হয়েছে। সভাপতি ফরিদ ও সেক্রেটারি বিথী।

সম্প্রতি চট্টগ্রাম নগরীর জিইসিস্থ একটি রেস্টুরেন্টের মিলনায়তনে উৎসবমুখর অনাড়ম্বর পরিবেশে ক্লাব সদস্যদের প্রত্যক্ষ ভোটের মাধ্যমে গোল্ডেন সিটি লিও ক্লাবের ক্লাব অফিসার্স নির্বাচন অনুষ্ঠিত হয়।

লিও ক্লাব এডভাইজার ও নির্বাচন কমিটির প্রিজাইডিং অফিসার লায়ন এডভোকেট মোঃ নুরুদ্দিন আরিফ চৌধুরী ও লিও ক্লাব ইলেকশন কমিটির চেয়ারম্যান লিও আশিকুর রহমান এবং কো-চেয়ারম্যান লিও মাহি বিন জামানের তত্ত্বাবধানে অনুষ্ঠিত নির্বাচনে সভাপতি, সেক্রেটারি, ট্রেজারার এ ৩ টি পদে সর্বমোট ৬ জন প্রতিদ্বন্দীতা করেন।

এর মধ্যে প্রেসিডেন্ট পদে সর্বোচ্চ ভোট পেয়ে
লিও ইঞ্জি.ফরিদ উদ্দিন, সেক্রেটারি পদে জান্নাতুল নেসা বিথী ও ট্রেজারার পদে আউয়াল খান শাহীন নির্বাচিত হন।কমিটি ঘোষণা করে লায়ন এডভোকেট নুর উদ্দিন আরিফ।

প্রিজাইডিং অফিসার হিসেবে আরো দায়িত্ব পালন করেন রিজিয়ন চেয়ারপার্সন লায়ন আফরোজা বেগম, রিজিয়ন চেয়ারপার্সন- লায়ন আব্দুল মান্নান, জোনাল চেয়ারপার্সন- লায়ন মুন্জুরুল আলম,ডায়নামিক সিটি লায়ন্স ক্লাবের নবনির্বাচিত সভাপতি লায়ন পুলিন চন্দ ঘরামী পলাশ ও সেক্রেটারি এডভোকেট মো:মোখলেছুর রহমান।

এ সময় লিও ক্লাব এডভাইজার লায়ন এডভোকেট নুরুদ্দিন আরিফ চৌধুরী বলেন, “সকলকে সমাজসেবায় ঐক্যবদ্ধ হয়ে যুবসমাজকে এগিয়ে আসতে হবে,গণতন্ত্র চর্চায় যুব সমাজের অংশগ্রহণ ভবিষ্যৎ গণতান্ত্রিক দেশ বিনির্মানে সহায়ক হবে।

নির্বাচিত সভাপতি ফরিদ উদ্দিন বলেন, ক্লাবে নির্দিষ্ট কেও সভাপতি নয়, ক্লাবের সবাই সভাপতি তাই সবাইকে ক্লাবের একজন সভাপতি হিসেবে সমানতালে কাঁধে কাঁধ মিলিয়ে সমাজসেবায় ভুমিকা পালন করতে হবে”।

ক্লাব সদস্যরা বিজয়ীদের ফুলেল শুভেচ্ছায় অভিষিক্ত করেন এবং ২০২৫-২৬ সেবাবর্ষের নির্বাচিত পূর্নাঙ্গ কমিটি ঘোষণা করেন নির্বাচন কমিশন চেয়ারম্যান।

কমিটির অন্যান্য পদে দ্বায়িত্বপ্রাপ্তরা হলে সদ্য প্রাক্তন সভাপতি লিও সানজানা দিল আফরোজ, প্রেসিডেন্ট এডভাইজার পদে লিও আমেনা খাতুন, ভাইস প্রেসিডেন্ট লিও তুহিন অভি, লিও মোঃ আরিফুল ইসলাম প্রমুখ।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© www.dainikonlinetalaashporbo21.com